হঠাৎ দেখা

1.2K 33 0
                                    

-এই যে দাড়ান । এতো রাতে কই যান ?

আমি সাইকেল থামালাম । সামনেই একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি । ট হল পুলিশ । আমার একটু ভয় পাওয়ার কথা । কারন এখন দেশের অবস্থা ভাল না । পুলিশ ধরলে খবর হওয়ার কথা তবে কেন জানি আমি ঠিক চিন্তিত হলাম না ।

একজন পুলিশ আমার দিকে এগিয়ে এসে আমাকে ভাল করে দেখার চেষ্টা করলো ।

আমার দিকে তাকিয়ে আবার বলল

-এতো রাতে কোথায় যান ?

আমি বললাম

-কোথাও না । এমনি সাইকেল চালাচ্ছি । দিনের বেলাতে সাইকেল চালিয়ে মজা নেই তো তাই মাঝে মাঝে সাইকেল চালাই !

আমার উত্তর সম্ভবত পুলিশের ঠিক পছন্দ হল না । আমাকে দাড় করিয়েই পুলিশ চলে গেল দাড়িয়ে থাকা গাড়ির দিকে । আমি সাইকেল থেকে নেমে ফুটপাতের উপর বসলাম । সম্ভবত আমাকে এখানে লম্বা সময় বসতে হবে । এরা এতো স হজে আমাকে ছাড়বে বলে মনে হচ্ছে না ।

তৃষাকে আরেকবার ফোন দিবো কি না ভাবছি । আজকে সারা দিনে ও একবারও আমার ফোন ধরে নি । ধরবে না জানতাম । তবুও দিয়েছি । কেন দিয়েছি আমি নিজেই জানি না । আমি ফোন বের হয়ে তৃষা কে ফোন দিতেই তৃষা ফোনটা রিসিভ করলো । বেশ অবাক হলাম ।আজকে তো ওর ফোন ধরার কথাই ছিল না ।

-হ্যালো ।

ওপাশ থেকে কোন কথা শুনতে পেলাম না । আমি আবার বললাম

-হ্যালো ? শুনতে পাচ্ছো নাকি ?

-হ্যা পাচ্ছি !

তৃষার কন্ঠ শুনেই মনে হল ও বেশ কান্না কাটি করেছে । আমি আর ওসব জানতে চাইলাম না । বললাম

-মন ভাল ?

-ভাল হওয়ার কথা ?

-জানি না । সারা দিন ব্যস্ত ছিলে বুঝি ?

-না ! এক দম ব্যস্ত ছিলাম না ।

-ও !

আমি কি বলব ঠিক বুঝতে পারলাম না । তৃষা ওপাশে কিছুটা সময় চুপ করে থেকে বলল

-তোমার রাগ হচ্ছে না আমার উপর ?

-কেন ?

-তুমি জানো কেন রাগ হবে ? রাগ হয় না ?

তৃষার গল্প - সিজন টুWhere stories live. Discover now