অচেনা অপেক্ষা

895 25 6
                                    

-আপু কেমন আছেন ?

রিয়া মুখ তুলে তাকাতেই মৃন্ময়ী একটু হাসলো । অনেক দিন পরে রিয়া আপুকে সে দেখছে । রিয়াও মৃন্ময়ীকে দেখে হাসলো । তারপর বলল

-আরে তোমার কি খবর ? এখানে ? অনেক দিন পরে দেখা হল !

-এই তো একটু এসেছি !

আগে রিয়া আর মৃন্ময়ীরা একই পাশাপাশি ফ্ল্যাটে থাকতো । কয়েক বছরের ছোট হলেও রিয়ার সাথে ওর বেশ মিল ছিল । অনেক দিন পরে আবার দেখা হল তাদের ! এরপর অনেক কথা হল । কিন্তু মৃন্ময়ীর মনের ভেতরে ঘুরছে অন্য কথা । সেই কথাতে কিভাবে আসবে সেটাই ভাবছে । একটু আগেই আপুকে সে ওদের ড্রাইভারের সাথে কথা বলতে দেখেছে । রেস্টুরেন্টের কাঁচের ভেতর থেকেই সেটা দেখা গেছে স্পষ্ট । প্রথমে ভেবেছিলো সম্ভবত সে আগে রিয়া আপুদের বাসায় আগে চাকরি করতো তবে যখন আপুকে নাম্বার নিতে দেখলো তখন খানিকটা সন্দেহ হল । তাহলে এতো দিন যা সন্দেহ করেছিলো সেটা কি সত্যি হতে চলেছে ?

মৃন্ময়ী বলল

-আপু একটা কথা বলব ?

-হ্যা ! বল । এতো সংকোচ করছো কেন ?

-একটু আগে আপনি যে ছেলেটার সাথে কথা বলছিলেন, তাকে চিনেন আপনি ?

রিয়া একটু অবাক হল । তারপর বলল

-কে ? অপুর কথা বলছো ?

-হ্যা ! আপনি চিনেন ?

-তুমি চিনো নাকি ওকে ?

-আসলে উনি আমাদের ড্রাইভার !

রিয়া একটু দুঃখিত ভাবে মাথা ঝাকালো । তারপর বলল

-হ্যা চিনি ! ও আমার ফ্রেন্ড । আমরা একই সাথে পড়াশুনা করেছি ।

এমন কিছুই মৃন্ময়ী আশা করেছিলো । অন্তত ইন্টার পাশ করা কোন ছেলে যে কি না ড্রাইভার সে অন্তত জে. রোলিংসের ইংরেজি বই গাড়িতে নিয়ে পড়বে না । বইটা দেখে প্রথমেই মৃন্ময়ীর সন্দেহ হয়েছিলো । রিয়ার মুখের ভাবে তারপর একটু যেন বিরক্তি দেখা দিল । বলল

-অপুকে মাঝে মাঝে এমন পেটাতে ইচ্ছে করে । একটা মেয়ের জন্য ও জীবনটা এভাবে নষ্ট করে দিবে আমরা ভাবতেই পারি না !

তৃষার গল্প - সিজন টুWhere stories live. Discover now