উপহার

912 39 3
                                    

-আম্মু তুমি খেলবে না আমার সাথে ? আম্মু ! মম এই মম !

তৃষা ফাইল থেকে চোখ তুলে তাকালো তাইশার দিকে । তারপর খানিকটা সময় অবাক হয়ে তাকিয়ে রইলো । এই টুকু বয়স হয়েছে মেয়েটার । এখনই চেহারাতে কেমন বিরক্তি নিয়ে আসা শিখে গেছে । কেউ যদি তার কথা না শুনে তাহলে আর যাট কোথায় ! চোখে মুখে এমন একটা বিরক্তির ভাব নিয়ে আসবে যেন কত্ত বড় একটা মানুষ !

তৃষা নিজের মেয়ের দিকে তাকিয়ে বলল

-কি ব্যাপার তুমি ঘুমুচ্ছো না কেন ?

-ঘুম আসছে না ।

-ঘুম কেন আসবে না ? বিকেলে ঘুমিয়েছিলে ?

তাইশা কোন কথা না বলে চুপ করে রইলো । তাকিয়ে আছে বিছানার ছড়ানি অফিসের কাগজ গুলোর দিকে । ত্বষার মোটেই বুঝতে কষ্ট হল না তাইশার মনে কি চলছে । ওর এখন ইচ্ছে করছে বিছানার কাগজ গুলো ছিড়ে কুটি কুটি করে ফেলতে । এই কাগজ গুলোর জন্যই তার মা তার সাথে খেলতে রাজি হচ্ছে না । এই গুলো ছিড়ে ফেলতে পারলেই তার পথ পরিস্কার হয়ে যাবে !

তৃষা কঠিন চোখে তাইশার দিকে তাকিয়ে বলল

-এই খবরদার বললাম । ফাইল যদি ধরবি না বললাম !

-ধরলে কি হবে ? ঘোড়ার ডিম হবে !

তৃষা আবারও খানিকটা সময় কেবল অবাক হয়ে তাকিয়ে রইলো । নিজের মেয়ের দিকে তাকিয়ে তার নিজের নিজের ছোট বেলার কথা মনে পড়ে গেল । ছোট বেলাতে সেও ঠিক এমন ভাবেই মায়ের সাথে আচরন করতো । তার মাকে বিন্দু মাত্র ভয় পেত না । তার জন্য মায়ের হাতের মার খেতে হয়েছে অনেক কিন্তু তার আচরন বদলায় নি । আর তার নিজের মেয়ে একেবারে তার কার্বন কপি হয়েছে । ওকে একটুও ভয় পায় না ।

-আজ সত্যই তোকে আমি.....

এই বলে ফাইলটা এক পাশে রেখে তাইশাকে ধরতে গেল । আর ঠিক সেই সময়ে অপু ঘরে হাজির । অপুর দিকে তাকিয়ে তৃষার বিরক্তিটা আরও একটু বাড়লো । এই ছেলে যেখানেই থাকুক না কেন যখনই তৃষা তাইশাকে কিছু বলতে যায় তখনই কোথা থেকে ঠিকই হাজির হয় । অপুকে ঘরে ঢুকতে দেখে তাইশা এক দৌড়ে বাবার কোলে গিয়ে হাজির !

তৃষার গল্প - সিজন টুDonde viven las historias. Descúbrelo ahora