ইতির বিয়েটার বিয়ের কথা বার্তা প্রায় পাঁকা হয়ে গেছে । এই লকডাউনে ওর অনেক বন্ধুর বিয়ে হয়ে গেছে । এবার সম্ভবত ওর পালা । ওর নিজের খুব একটা আপত্তিও নেই অবশ্য । আর ছেলেকে দেখার পরে আরও নেই । এর আগে ছেলের পরিবারের সদস্যদের সাথে দেখা হয়েছিলো । আজকে সে আর ছেলে আলাদা ভাবে দেখা করে এসেছে একটা রেস্টুরেন্টে । ছেলের মুখের ভাব দেখেই ইতি বুঝতে পেরেছে যে ছেলের ওকে পছন্দ হয়েছে । আগামীকাল থেকে আবার লকডাউন শুরু হবে। সম্ভব এটা শেষ হলেই ওদের বিয়েটা হয়ে যাবে ।
গোসল করে নিজের ফোনটা হাতে নিল সে । রাত প্রায় নয়টা বাজে । একটা আননোন নাম্বার থেকে কল এসেছে । নাম্বারটা সে চেনে না । ফোন করবে কি করবে এমনটা ভাবতে ভাবতেই আবার ফোন এসে হাজির । একটু চিন্তা করলো ফোন ধরার ব্যাপারে । তারপর ফোনটা ধরলো ।
-হ্যালো ।
-ইতি ?
-হুম !
অপরিচিত কন্ঠটা চিনতে পারলো সে । মারুফের কন্ঠ । ওর সম্ভব্য হবু বর । ইতি বলল, বলুন ।
-কেমন আছো?
ইতি হাসলো । তারপর বলল, আমাদের ঘন্টা দুয়েক আগে দেখা হয়েছে । আপনি জানেন আমি কেমন আছি !
-ও হ্যা হ্যা । তাই তো ....
কয়েক মুহুর্ত ফোনের ওপাশে কোন কথা শোনা গেল না । ইতি একটু ইতস্তর করে বলল, কোন দরকারে ফোন করেছেন কি?
-ইয়ে মানে হ্যা ।
-বলুন ।
-তোমার ম্যাসেঞ্জারের আদার্স বক্সটা একটু চেক করবে?
-কেন ?
-ওখানে দেখো আমি আমার কিছু ছবি পাঠিয়েছি ।
-ছবি !
ইতি ঠিকমত যেন বুঝতে পারলো না । হঠাৎ ছবি কেব পাঠাবে ছেলে ! মারুফ বলল, আজকে আমাদের দেখা হয়েছে । আমি বেশ ফিটফাট হয়ে গিয়েছি । আমি জানি ফিটফাট হয়ে গেলে আমাকে একেবারে খারাপ লাগে না । কিন্তু ওটা আসলে আমার আসল চেহারা না । আমাদের যদি বিয়ে হয় তাহলে তুমি যে চেহারাটা প্রতিদিন দেখবে সেটার কিছু ছবি তোমাকে পাঠিয়েছে । আমার অনুরোধ থাকবে এটা দেখেই তুমি সিদ্ধান্ত নিবে ।
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।