সামিনা হকের মনটা মেজাজটা বেশ ফুরফুরে লাগছে । আলিপুরের বাজারে গিয়েছিলেন পরিদর্শনে । বাজারে লোকজন একেবারে নেই । একেবারে সব ফাঁকা । কয়েকটা দোকান খোলা । কেবল নিত্য দরকারি আর কাঁচা বাজারের দোকান গুলো খোলার অনুমূতি আছে এখন। বাকি সব কিছু বন্ধ থাকবে। সব কিছু ঠিক মত চলছে কি না সেটাই দেখতে গিয়েছিলেন । চলেই আসছিলেন তখন দেখতে পেলেন একজন ইলিশ মাছ নিয়ে বসে আছে । হাত দিয়ে দেখলেন সেগুলো একেবারে তাজা । সম্ভবত এখনই আড়ত থেকে এসেছে । চট জলদি ছয়টা মাছ কিনে নিলেন । সামিনার স্বামী আর ছোট ছেলেটা এই ইলিশ মাছ অনেক পছন্দ করে । আজকে বাসায় গিয়ে গরম গরম ভেজে দিতে হবে ।
প্রায় দুই বছর ধরে তিনি এই উপজেলাতে কর্মরত আছে । এখানকার ভূমি উপজেলা সহকারী কমিশনার সে। নিত্য দিন নানা সময়ে নানান স্থানে যাতায়াত করতে । প্রতিটা সময় তিনি এখানে অসংখ্যা মানুষ দেখতে পেতেন । সব দোকান পাট খোলা থাকে । মানুষ জন তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকে । কিন্তু আজ কদিন থেকে সব যেন থেমে গেছে । এক মরণ ঘাতি ভাইরাসের ছোবল থেকে বাঁচতে সরকার সব কিছু বন্ধ করে দিয়েছে । মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে । আর মানুষ যেন ঘরের ভেতরে থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে । সেই কাজটাই সে করছে নিষ্ঠার সাথে ।
এমন সময় ফোন বেজে উঠলো । ওসি সাহেব ফোন দিয়েছে ।
-হ্যা বলুন বদলুল সাহেব ।
-ম্যাডাম একটু রসুল পুর বাজাতে আসতে হবে ।
-আমি রাস্তাতে আছি । আসছি । কি হয়েছে ?
-ম্যাডাম কজন বাজার বসিয়েছে । আমরা মানা করেছিলাম ।
-আচ্ছা ধরে রাখুন । আমি আসছি ।
সামিনা হক ফোন রেখে সামনের দিকে তাকালো । রাস্তাঘাট একেবারে ফাঁকা । ড্রাইভার বেশ দ্রুতই গাড়ি টানছে । খুব বেশি সময় লাগলো না বাজারে পৌছাতে । সেখানে গিয়ে দেখতে পেল ওসি সাহেব তিন বৃদ্ধকে দাড় করিয়ে রেখেছে ।
তিনজনের শরীরই হাড় জিরজিরে । পরনে লুঙ্গি আর সেন্ড গেঞ্জি । একজনের আমার গেঙ্গিটা ছেড়া । একেবারে প্রান্তিক মানুষ দেখলেই বোঝা যায় । এই করোনা ভাইরাসের কারণে সব থেকে বেশি বিপদে পড়ে এই মানুষ গুলো । সামিনা হক তিন জনের দিকে এগিয়ে যেতেই ওসি সাহেব এগিয়ে এল । তার দিকে তাকিয়ে ওসি সাহেব বললেন, একে তো এখানে মানা করা সত্ত্বেও এরা নিজেদের মালামাল নিয়ে বসেছে । তার উপরে মাস্ক পরে নি । দুইটা অপরাধ করেছে । এদের কি করা উচিৎ ? শক্ত একটা মাইর দিলে অন্যেরা সাহস করবে না ।
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।