সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই । তবে এখনও পুরোপুরি অন্ধকার নেমে আসে নি স্যান ডিয়েগোর বুকে । তবে ধীরে ধীরে কালো অন্ধকারে তলিয়ে যাচ্ছে শহরটা । আরও একটি বিভিষিকাময় রাত নেমে আসছে । আব্দুল মুতালেপ দ্রুত পা চালালেন । শহরের এক প্রান্তে তার বাড়ি । জরূরি খাদ্যের জন্য আজকে তাকে বের হয়েছে । লম্বা লাইন ধরে এখন তাদেরকে খাবার দেওয়া হয় । সেই খাবারই তিনি তার এবং তার পরিবারের জন্য সংগ্রহ করতে বের হয়েছিলেন । চারিদিকে এক ভয়ংকর অবস্থা বিরাজ করছে । সারা দিন তিনি তার বউ আর তিন ছেলে মেয়ে টিভির সামনে বসে থাকেন একটু ভাল সংবাদের আশায় । কিন্তু যতই দিন যাচ্ছে ততই অবস্থা খারাপের দিকে যাচ্ছে । পৃথিবীর এতো শক্তিশালী একটা দেশের অবস্থা এই রকম হবে সেটা সে কোনদিন ভাবতে পারেন নি ।
আব্দুল মুতালেপ বাড়ির কাছে চলে এসেছেন । বাড়িতে সাদা রং করেছিলেন বেশ কিছুদিন আগে । অন্য সব বাড়ি থেকে তাই বাড়িটা সবার আগে চোখে পড়ে । এটা নিয়ে সে বেশ চিন্তিত । যখনই কেউ এই এলাকাতে আসে সবার আগে তার বাসাটাই সবার চোখে পড়ে । অবশ্য যখন বানিয়েছিলেন তখন তিনি চেয়েও ছিলেন যেন সবার আগে এই বাসাটা সবার যেন চোখে পড়ে । দেশের সব জমিজমা বিক্রি করে দিয়ে তিনি পরিবার সহ আমেরিকাতে পাড়ি জমিয়েছিলেন সেই ২০২২ সালে । সময় গুলো কী চমৎকারই ছিল । আমেরিকান ভিসাটা পেয়ে যাওয়ার পরপরই মনে হয়েছিল জীবনটা বুঝি এবার সেটেলড হয়েছিলো । ভাগ্য বুঝি তার দিকেই ।
একা আসার পরপরই একটা ভালো মাল্টিন্যশনাল কোম্পানিতে চাকরি হয়ে যায় । এক বছরের মাথায় এই বাড়িটা কিনে ফেলেন । ছেলে মেয়েদের পড়ালেখা জন্য ভর্তি করেন ভাল স্কুলে । সপ্তাহ দেশে উইকেন্ডে ঘুরতে যান নানান স্থানে । সব কিছু হয়ে যাচ্ছে নিয়ম মাফিক । কাজ করছেন, দু হাতে টাকা কামাচ্ছেন জীবনটাকে উপভোগ করছেন । ঐ কয়েকটা বছর মনে হচ্ছিলো এর থেকে সুখের জীবন বুঝি আর হবার নয় !
ঠিক সেই সময়েই আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল । রিপাবলিকান আর ডেমোক্রেটের মধ্য। সালটা ২০২৫ । দেশ দুই গ্রুপে ভাগ হয়ে গেল। পুরো দেশটার অবস্থা যেন ভয়ংকর হয়ে উঠলো । যতই দিন যাচ্ছে ততই অবস্থা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে । প্রতিদিন কোথাও না কোথাও দুই গ্রুপের মাঝে যুদ্ধ হচ্ছে । মারা যাচ্ছে অগনিত সাধারন মানুষ । ডেমোক্রেটরা রিপাবলিকান সন্দেহ যে কাউকে তুলে নিয়ে যাচ্ছে অন্য দিকে ডেমোক্রেটরা উল্টোটা করছে । কেউ নিরাপদে নেই ।
ESTÁS LEYENDO
পরমানু গল্প গুচ্ছ
Historia Cortaমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।