নীলার মনাট ঠিক বিকেল বেলাটাতেই কেমন অস্থির হয়ে পরে ! কোন কিছুতেই যেন ভাল লাগে না ! বারবার মনে হয় বারান্দায় ছুটে যায় ! এদিকে নীলার মা ওকে কড়া করে মানা করে দিয়েছে একা একা যেন কিছুতেই বারান্দায় না যায় ! মায়ের সাথে বারান্দায় যেতে ভাল লাগে ?
মাঝে মাঝে নীলার মনে হয় ওর মা যেন সব কিছুতেই বেশি ! একটু একা একা বারান্দায় গেলে কি এমন হয় ?
অন্য কোথাও তো যাচ্ছে না !
অবশ্য অন্য সময় নীলার ঘর থেকে বাইরে বের হতে চায় না ! ভালও লাগে না ! নিজের রুমে নিজের খাট টার উপরে বসে কিংবা শুয়ে থাকতে ইচ্ছে করে । আর কন উপায়ও অবশ্য নেই শুয়ে থাকা ছাড়া !
আর সময় কাটানোর জন্য ল্যাপ্টপ টা তো আছে । এখন আবার ফেসবুক হয়েছে । সারা দিন কত বন্ধুর সাথে কথা বলা যায় ! কত কথা শেয়ার করা যায় !
এই করেই নীলার দিন চলে যায় ! বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন পরেও না । কিন্তু বিকেল হলে আর কিছুতেই বিছানার উপর বসে থাকতে ইচ্ছা করে না ! মনে হয় এখনই ছুটে চলে যায় বারান্দায় !
নীলার ঘড়ির দিকে তাকালো ! প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে ।
নীলার একটা অস্থির লাগে ! এখনই ছেলেটা যাবে । ঠিক ঠিক সাড়ে পাঁচটার সময় ছেলেটা ওদের বাসার সামনে দিয়ে হেটে হেটে যায় !
কেবল সারা দিনে এই ছেলেটিকেই নীলা দেখার জন্য অপেক্ষা করে । যে দিন দেখা হয় না সেদিন সারা রাত ঘুম হয় না ।
নীলা একবার ওর মাকে ডাক দিল !
কোন সাড়া নেই ।
মা মেন হয় বাধরুমে কিংবা রান্না ঘরে ! এখন ?
সাড়ে পাঁচটা প্রায় বাজে !
নাহ ! আর দেরি করা যাবে না !
নীলা নিজের হাতে উপর ভর দিয়ে বিছানার কোনার দিকে যাওয়া শুরু করলো !
এই তো ! খাটের ঠিক পাশেই হুইল চেয়ার টা ! একটু চেষ্টা করলেই সেখানে পৌছানো যাবে । তারপর সেখান থেকে বারান্দা ! ছেলেটি নিশ্চই এখনই আসবে !
নীলা চেষ্টা করতে থাকে !
JE LEEST
পরমানু গল্প গুচ্ছ
Kort verhaalমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।