স্বপ্ন কথা ০৪

491 32 3
                                    

-এই ! এই !
-হুম ।
-কথা বলো না কেন ?
-বৃষ্টি দেখি ।
-আল্লাহ সত্যি ? তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে ?
-হুম ।
-টিপটিপ করে নাকি ঝুম বৃষ্টি ?
-কুকুর মেকুরে বৃষ্টি ।
-এই কুকুর মেকুর আবার কি কথা ? সুন্দর করে বল ।
-আরে আমাদের এখানে বিড়ালকে মেকুর বলে । কুকুর মেকুর । কেটস এন্ড ডগস ।
-তাই বুঝি ?
-হুম । আচ্ছা আমি এখন রাখি । বৃষ্টিতে ভিজবে ।
হৈম খানিকটা আদুরে গলায় বলল
-আমিও ভিজবো ।
-ভিজো । আমি এখানে ভিজি আর তুমি ওখানে ভিজো ।
-উউউমম । এখানে তো বৃষ্টি হচ্ছে না ।
-তাহলে এক কাজ কর তুমি বাতাসে ভিজো আমি বৃষ্টিতে ভিজি ।
-এই দুষ্টামী করবা না ।
-শোন তাহলে বাধরুমে গিয়ে ঝর্নার নিচে দাড়াও ।
-এই আবার দুষ্টামী কর ? আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো ।
এই মেয়ের জন্য এখন আমি বৃষ্টি কিভাবে পাই ? ফোন রাখার পরেও অনেকক্ষন দরজার কাছে দাড়িয়ে রইলাম । এখনও ঝুম বৃষ্টি হচ্ছে ।
কিন্তু কেন জানি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না । বারবার হৈমর কথা মনে পরছে ।
"আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো"
মেয়েটা আমার কাছে কিছু চায় না কখনও । কোন কিছু দিতেও পারি না ওকে ।
থাক আজ না হয় নাই ভিজলাম ।
-এই ভিজেছ ?
-উহু ।
-কেন ?
-তুলে রাখলাম । তোমার সাথে ভিজবো একদিন ।

পরমানু গল্প গুচ্ছWhere stories live. Discover now