মা আমার দিকে তাকিয়ে একটু মন খারাপ করে বলল, তোর মামার সাথে ঐ রকম আচরণ না করলেও পারতি !
বড় মামাকে আমার কোন কালেই পছন্দ ছিল না । বিশেষ করে তার আগ বাড়িয়ে সব স্থানে মাতব্বারি করাটা আমার একেবারে পছন্দ না । আমি বললাম, শোন মা, তার সাথে আমি এমন কোন খারাপ আচরন করি নি । সে একটা বেঠিক কথা বলেছে সেটার জবাব দিয়েছি কেবল ।
মা একটু মিনমিন করে বলল, সে তো ঠিক কথাই বলেছে । মেয়ে হয়ে সিগারেট !
আমি বললাম, তোমার ভাই ছাগলামী করবে বলে তুমিও করবে ?
আমি একটু থেমে বললাম, শোন মা যদি রিনির অন্য কোন দিক নিয়ে সে কথা বলতো তাহলে আমি মেনে নিতাম কিন্তু সে রিনি সম্পর্কে কিছু জানে না । কিচ্ছু না । কেবল রিনি সিগারেট খায় এটা শুনে মন্তব্য করে ফেলল যে রিনি মেয়ে ভাল না ! তোমার ভাই নিজে চেইন স্মোকার। বাবা ফিগারেট খায় আমি খাই রিয়াদ পর্যন্ত খায় ! তার মানে কি আমারও চরিত্র খারাপ ? তোমার স্বামীর ? তোমার ভাইয়ের চরিত্র নিয়ে আমি কিছু বলতে পারছি না । তুমি জানো তোমার ভাই কেমন !
-কিন্তু একটা মেয়ে হয়ে ....
-এই তো লাইনে এসেছো ! বিড়ি খাওয়া আসলে সমস্যা না । সমস্যা হচ্ছে একটা মেয়ে হয়ে কেন বিড়ি খাবে । তাইতো?
মা কোন কথা বলল না । আমি আবার বললাম, সিগারেট একটা খারাপ জিনিস সবাই জানি । এটা অস্বীকার করছি না । একটা ছেলে যখন তোমার সামনে দিয়ে সিগারেট খেতে খেতে যায় কই তখন তোমার মনে হয় না ছেলেটা খারাপ তখন তো ছেলেটার চরিত্র নিয়ে তোমার মনে কোন প্রশ্ন জানে না । কিন্তু যখনই একটা মেয়েকে সিগারেট খেতে দেখো ওমনি মনে হল যে মেয়েটা খারাপ, মেয়ের চরিত্রে সমস্যা আছে! বাহ কি চমৎকার ! এরপর জানি কি বলবা, আমাদের সমাজ সমাজে রীতি নীতি ব্লা ব্লা ব্লা । তোমার তো মনে থাকার কথা, দাদী মানে তোমার শ্বাশুড়িও তো বিড়ি টানতো । মনে নেই । তাদের গ্রামের প্রতিটি বৃদ্ধ নারী বিড়ি তামাক খাওয়ার অভ্যাস । এটা তো যুগযুগ ধরে এদেশের সংস্কৃতিতে চলে আসছে ।
-কিন্তু একটা খারাপ অভ্যাস.....
-খারাপ অভ্যাস আমি নিজেও মেনে নিলাম । যখন একটা ছেলেকে সিগারেট খেতে দেখে মনে হবে এই ছেলে খুব খারাপ তখন একটা মেয়ের সিগারেট খাওয়া দেখে মনে করতে পারো এই মেয়েও খারাপ । কিন্তু একটা ছেলের সিগারেট খাওয়া দেখে তোমার কিছু মনে হবে অথচ একটা মেয়ের সিগারেট খাওয়া দেখলেই জাত জাত গেল বে উঠবা তা হবে না ! যখন তুমি তোমার স্বামীকে সিগারেট খেতে নিষেধ করবা, তোমার ছেলেকে নিষেধ করবা তখন তুমি তোমার ছেলের বউকে নিষেধ করবা ।
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।