-এই খবরদার কিন্তু !
-কি খবরদার কিন্তু ? তুমি জানো না আমি ইংরেজিতে কত ভাল !
-হুম জানি তো । কিন্তু তুমি খবরদার ঐ লাইনটার ইংরেজি করার চেষ্টা করবা না ।
-আহা শুনো না ।
-না । শুনবো না ।
-আরে শুনো, কে হায় তার মানে হু এলাস ...
-এই চুপ চুপ । আমি শুনবো না ।
আমি বুঝি না এই মেয়ের সমস্যা কি ? আরে আমি ইংরেজির টিচার । আমার স্টুডেন্ট সব সময় এ প্লাস পায় ইংরেজিতে । আর আমাকে ইংরেজি করতে দিচ্ছে না এই মেয়ে ।
আরে একটা মাত্র লাইনই তো । এ আর এমন কঠিন কি ?
"কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে" এই লাইনের ইংরেজি কি আমি করতে পারবো না ।
-এই আছো ?
-হুম ।
-বলি না ?
-না খবরদার কিন্তু ।
-দেখো খুব সহজ ইংরেজি । দেখো, কে হায় এইটা হবে হু এলাস ।
-চুপ ।
-হৃদয় খুড়ে এটা হবে হার্ট ডিগিং ।
-এই চুপ ।
-বেদনা জাগাতে ভালবাসে এই হবে স্যাড এওয়াক লাভ । তাইলে একসাথে কি হয় !
-এই খবরদার কিন্তু । একদম খুন করে ফেলবো কিন্তু । এতো সুন্দর একটা লাইনের এরকম বিদঘুটে ইংরেজি করলে !
আমি আরও কিছু বলতে গেলাম । কিন্তু হৈম এতো জোরে চুপ বলল আর কি বলতেই পারলাম না । এই মেয়ে আমার ইংরেজি প্রতিভা বিকশিত হতে দিল না ।
বদ মেয়ে !
-এই কি বললা ?
-কিছু বলি নাই পাখি !
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।