মেয়েটির চোখে মুখে আজকে অনেক আনন্দ। আগে একটা সময় ছিল ছেলেটি দেখা করতে চাইলেই অনেক অযুহাত খুজতে হত। ইচ্ছে করতো না দেখা করতে। কিন্তু আজকে স্ব-ইচ্ছায় দেখা করতে এসেছে সে। যদিও ভেবেছিল ভাল কোন রেস্টুরেন্টে দেখা হবে কিন্তু সেই পার্কেই দেখা করতে এসেছে। যাক, সামনের উজ্জল দিনের কথা চিন্তা করে মেয়েটি কিছু মনে করে নি।
ছেলেটিকে পার্কের বেঞ্চে বসে থাকতে দেখে মেয়ে তার কাছ ঘেসে বসলো। তারপর বলল
-শেষ পর্যন্ত তোমার একটা ভাল চাকরি হল!ছেলেটি কোন কথা না বলে কেবল হাসলো। মেয়েটি আবার বলল
-এবার আমাদের স্বপ্নটা সত্যি হবে।
ছেলেটি বলল
-আমাদের স্বপ্ন?
মেয়েটি বলল
-কেন? আমাদের দুজনের স্বপ্ন! একটা ছোট্ট ঘর বাঁধার স্বপ্ন।ছেলেটি খুব জোরে হেসে ফেলল। তারপর বলল
-একটা সময় ছিল আমি দেখেছিলাম সেই ছোট্ট স্বপ্নটা। কিন্তু তোমার লোভ আর ভাল থাকার উচ্চাশারর কাছে সেই স্বপ্নটা মারা পরেছে অনেক আগেই।
মেয়েটি অবাক চোখে তাকিয়ে বলল
-কি বলছো এসব? এবার আমাকে বিয়ে করতে চাও এই কথাই তো বলতে এসেছো, তাই না সোনা?ছেলেটি আবার হেসে উঠলো। তারপর বলল
-না। সোনা পাখি! আজকে এসেছি তোমার সাথে ফাইনাল ব্রেকাপ করতে। এর আগেও তোমাকে কতবার বিয়ের কথা বলেছি, আমার বেতন কম ছিল বলে কত রকম অযুহাত দেখিয়েছো, ছেড়েও চলে গেছ, আজকে ভাল বেতন দেখে একদম মুখে পানি চলে এসেছে!! তোমার মত ধান্দাবাজ মেয়ে মানুষকে আর যাই হোক বিয়ে করা যায় না।
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।