স্বপ্ন কথা

701 33 1
                                    

-এই ! এই ! এই !
আমি তাকিয়ে দেখি লিরা দাড়িয়ে আছে মুখ ভার করে । একটু অবাক লাগলো ! লিরার এখানে আসার কথা না । লিরা কেন কোন মানুষেরই এখানে আসার কথা না । আমি স্বেচ্ছায় নির্বাসনে এসেছি । আমি বললাম
-কি ! কি ! কি !
লিরা ওর স্বভাব সুলভ মুখ ভঙ্গি করে বলল
-এই । পাজি ছেলে !
-কি পাজি ছেলের গার্লফ্রেন্ড ?
-এই ।
-কি ?
-মাইর খাবা ।
-না । মাইর খাবো না । অন্য কিছু খাবো ।
লিরা চোখ পাকিয়ে বলল
-খুব দুষ্ট হয়েছ, না ? পাজি ছেলে ।
আমি লিরার হাত ধরলাম । মনে হল কতদিন পরে যেন ওর হাত ধরলাম । কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগল । বললাম
-তুমি এখানে ? কিভাবে ?
লিরার মুখ আবার ভার হয়ে গেল ।
-তুমি আমাকে রেখে চলে এলে কেন ? আমার বুঝি কষ্ট লাগে না ?
হঠাত্‍ লিরার চোখে পানি দেখলাম । চোখের কোন গড়িয়ে পড়ার আগেই বললাম
-কই তোমাকে একা রেখেছি ? তুমিতো এই বুকের ভিতর আছো ।
-তাই বুঝি ?
-হুম ।
-সত্যি ?
-সত্যি !
-আর আমাকে ছেড়ে যাবা না তো ?
-না । কোন দিন যাবো না ।
লিরার মুখে হাসি ফোটে । আমিও আর কিছু চিন্তা করি না । লিরার হাত ধরে হাটতে থাকি পাড় ঘেষে ।
যত দুর চোখ যায় কেবল ধূ ধূ জলরাশি । আমরা কিনার ধরে হেটে চলেছি একে অন্যের হাত ধরে ।  

পরমানু গল্প গুচ্ছWhere stories live. Discover now