চারিদিকটা কুয়াশায় ঢাকা ! সকাল হয়েছে বেশ কিছুক্ষন আগে কিন্তু তবুও এখনও অন্ধকার টা ঠিকই চোখে লাগছে । একটু দুরের জিনিসও ঠিক মত দেখা যাচ্ছে না ! কেমন যেন একটা ভয় ভয় করছে মেয়েটির !
একবার এদিক আরেকবার ওদিক করলো মেয়েটি !
কোথাও কাউকে দেখা যাচ্ছে না ! কেবল একটু দুরত্ব রেখে কয়েকটা নেকড়ে মেয়েটিকে অনুসরন করছে ।
এদিকে বাড়ির রাস্তাটাও যেন কোন দিকে ?
মেয়েটি মনে হয় পথ হারিয়েছে !
কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না !
মেয়েটি আরও কয়েকবার এদিক ওদিক তাকালো ! কাউকে সে খুজছে । কেউকে খুজছে । চেনা কেউ !
কিংবা কাছের কেউ !
কুয়াশার ভিতর এই দেখা যাচ্ছে কেউ আসছে ! মেয়েটি একটু দ্বিধা বোধ করলো । সামনে যাবে কি ?
লোকটা কে চিনে ?
তার কাছে যাওয়া কি ঠিক হবে ?
তবু ও মেয়েটি ভয় ভয় পায়ে এগিয়ে গেল অন্ধকারের ভিতর থেকে আসা লোকটার দিকে !
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।