অনিশ্চিত আশ্রয়

395 16 0
                                    

  চারিদিকটা কুয়াশায় ঢাকা ! সকাল হয়েছে বেশ কিছুক্ষন আগে কিন্তু তবুও এখনও অন্ধকার টা ঠিকই চোখে লাগছে । একটু দুরের জিনিসও ঠিক মত দেখা যাচ্ছে না ! কেমন যেন একটা ভয় ভয় করছে মেয়েটির !
একবার এদিক আরেকবার ওদিক করলো মেয়েটি !
কোথাও কাউকে দেখা যাচ্ছে না ! কেবল একটু দুরত্ব রেখে কয়েকটা নেকড়ে মেয়েটিকে অনুসরন করছে ।
এদিকে বাড়ির রাস্তাটাও যেন কোন দিকে ?
মেয়েটি মনে হয় পথ হারিয়েছে !
কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না !
মেয়েটি আরও কয়েকবার এদিক ওদিক তাকালো ! কাউকে সে খুজছে । কেউকে খুজছে । চেনা কেউ !
কিংবা কাছের কেউ !

কুয়াশার ভিতর এই দেখা যাচ্ছে কেউ আসছে ! মেয়েটি একটু দ্বিধা বোধ করলো । সামনে যাবে কি ?
লোকটা কে চিনে ?
তার কাছে যাওয়া কি ঠিক হবে ?
তবু ও মেয়েটি ভয় ভয় পায়ে এগিয়ে গেল অন্ধকারের ভিতর থেকে আসা লোকটার দিকে !  

পরমানু গল্প গুচ্ছWhere stories live. Discover now