অচেনা প্রতিবিম্ব

190 11 0
                                    

করিডোরের শেষ মাথায় একটা বড় আয়না । শোবার থেকে বের হয়ে ফ্লাভিয়া সোজা সেই আয়নাটার দিকে এগিয়ে গেল । আয়নাতে নিজেকে পুরোপুরি দেখা যাচ্ছে । শাড়ির কুচিটা ঠিক আছে কি না শেষ বারের মত দেখে নিল সে । মুখের মেকাপ সহ কপালের টিপটা ঠিকঠাক মত স্থানে আছে কি না সেটাই দেখে নিচ্ছে শেষ বারের মত । যদিও নিজের ঘর থেকে এসব দেখেই সে বের হয়েছে । তারপরও শেষবারের মত আরেকবার দেখে নিলো আয়নাতে নিজেকে । ব্যাস । সব ঠিক আছে । এখন যাওয়া যায় ফাংশনে ।

আয়নাটাকে পেছনে রেখে ফ্লাভিয়া আবার পেছনে ঘুরে হাট দিল । দরজার কাছে আসতে আসতে মনের ভেতরে হঠাৎ করেই একটা অস্বস্তি দেখা দিল ওর মনে । মনে হল কিছু যেন একটা ঠিক নেই । কিন্তু কি ঠিক সেই সেটা ঠিক ধরতে পারলো না । দরজাটা খোলার আগে আবার ঘরে দাড়ালো । আয়নার দিকে চোখ পড়তেই জমে গেল সে একেবারে । কোন ব্যাপারটা অস্বস্থি লাগছিলো সেটা ধরতে পারলো পরিস্কার ।

ফ্লাভিয়া আয়নাতে নিজেকে দেখতে পেল । সেই সবুজ রংয়ের শাড়ি পরা । কিন্তু ভয়ের কারণটা হচ্ছে আয়নার ফ্লাভিয়া ঠিক ওর দিকে তাকিয়ে নেই । দাড়িয়ে আছে ওর দিকে পেছন মুখ করে !

এটা কিভাবে সম্ভব ।

আয়নার দিকে কেউ তাকালে আয়নার প্রতিবিম্ব ঠিকই তার দিকে তাকাবে । এটা চিরন্তন সত্য একটা ব্যাপার কিন্তু এখানে এমনটা ঘটছে না । ফ্লাভিয়া ভয়ে কাঠ হয়ে একেবারে আয়নার দিকে তাকিয়ে রয়েছে । নড়তে পারছে না একদম । ওর সাথে কি হচ্ছে এসব ! এমন কি সম্ভব?

ঠিক তখনই ফ্লাভিয়া দেখতে পেল আয়নার ভেতরের ফ্লাভিয়া আস্তে আস্তে ওর দিকে ঘুরে তাকালো । সরাসরি তাকালো ওর চোখের দিকে । শান্ত আর কালো চোখে সে একভাবে তাকিয়ে রইলো ফ্লাভিয়ার দিকে । ফ্লাভিয়া যেন নড়তে ভুলে গেছে এমন কি নিঃশ্বাস নিতেও ভুলে গেছে । এক পাও নড়ছে না সে । নড়তে পারছে না ।

আয়নার ভেতরের ফ্লাভিয়ার মুখে একটু যেন হাসি দেখা দিলো । ওর দিকে তাকিয়ে নিঃশব্দে হাসছে সে । তারপর নিজের ডান হাতটা সামনে নিয়ে এল । ফ্লাভিয়া দেখতে পেল সেই হাতে একটা চকচকে কিচেন নাইফ । নাইফটা খুব ভাল করে চিনতে পারলো । নিল রংয়ের হাতল । এটা ওর নিজের কিচেনের ছুরি । মাংস কাটারর ছুরি । আয়নার ভেতরের ফ্লাভিয়া ছুরিটা সোজা নিজের গলার কাছে নিয়ে এল । তারপর ওর চোখে চোখ রেখেই সে ছুরিটা দিয়ে নিজের গলায় একটা পোঁচ মেরে দিল । ফ্লাভিয়া তাকিয়ে দেখলো আয়নার ভেতরের ফ্লাভিয়ার গলার ফিনকি দিয়ে রক্ত পড়ছে । আস্তে আস্তে পুরো ফ্লোর যেন ভেসে গেল রক্তে । তবুও আয়নার ভেতরের ফ্লাভিয়া ওর দিকে তাকিয়ে রয়েছে একভাবে । ফ্লাভিয়া আর দৃশ্যটা সহ্য করতে পারলো না । অজ্ঞান হয়ে পড়ে গেল ।

যখন জ্ঞান ফিরলো তখন বাড়িঘর একেবারে অন্ধকার হয়ে আছে । সাথে সাথেই মনে পড়ে গেল সব। কোন মতে উঠে দাড়ালো । দেওয়াল হাতড়ে সে আলো জ্বালিয়ে দিল । তারপর সাথে সাথে চোখ গেল সেই আয়নার দিকে । নাহ । যা দেখবে ভেবেছিলো তেমন কিছু দেখতে পেল না । সব কিছু স্বাভাবিকই দেখাচ্ছে । আয়নাতে ওকেই দেখাচ্ছে ।

ফোনটা খুজে নিল । নীলাকে ফোন দেওয়া লাগবে । পার্টিতে যাওয়া হল না । ও নিশ্চয়ই রাগ করে আছে । ফোনটা হাতে নিতেই অবাক হয়ে গেল । মোট ৪৪টা মিস কল উঠে আছে । নীলা ওকে ৪৪টা মিস কল দিয়েছে । কিন্তু না । মিস কল গুলো নানান পরিচিত মানুষের । সব চেয়ে বেশি মিস করল নাদিমের । ওর ঢাকার বাইরে রয়েছে । নাদিমকেই ফোন দিল সবার আগে ।

-হ্যালো ! কি হয়েছে ?

-তুমি ঠিক আছো?

-হ্যা ঠিক আছি । কি হয়েছে ?

-তুমি কিছু জানো না ?

-না তো ?

-নীলার বাসায় যাওয়া নি ।

-যাচ্ছিলাম কিন্তু শরীরটা হঠাৎ কেমন যেন করলো । তাই শুয়ে পড়লাম ।

-থ্যাংক গড যাও নি।

-কি হয়েছে বলবা তো ?

ওপাশ থেকে নাদিম কিছু সময় চুপ করলো । তারপর বলল, নীলাদের বাসায় এক সিরিয়াল কিলার ঢুকেছিলো । পার্টিতে ঢুকে যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়েছে । বিশেষ করে মেয়েদের গলায় ছুরি দিয়ে পোঁচ দিয়ে । নীলা সম্ভবত মারা গেছে । আরও সাত আট জনের অবস্থা খারাপ অনেক ।

ফ্লাভিয়া আর যেন শুনতে পেল না । ওর আবার আয়নাতে নিজের সেই প্রতিবিম্বর কথা মনে পড়ে গেল । আজকে যদি ওটা না দেখতো

তাহলে তো ঠিকই পার্টিতে গিয়ে হাজির হত । এবং হয়তো ঠিক একই ভাবে গলায় পোঁচ খেত । নিজের ভবিষ্যৎই দেখিয়েছিল সে !




(থিম ফ্রম ওয়াটপ্যাড)

পরমানু গল্প গুচ্ছWhere stories live. Discover now