নাদিয়ার আজকে পুরোরাত কাজ করতে হবে । সন্ধ্যা থেকে মেজাজ টা খারাপ হয়ে আছে । মাঝে মাঝে এমন কাজ এসে হাজির হয় যে কোন ভাবেই সেগুলো বাদ দেওয়া যায় না । সেই সন্ধ্যা থেকে সে কাজ করেই যাচ্ছে । সকালের আগে কাজ শেষ হবে কি না তার জানা নেই । এখন দম ফেলার সময় নেই । তার উপর আবার অপুর সাথে কথা বলে মেজাজ টা আরও খারাপ হয়ে গেছে একটু আগে ।
এই ছেলে এমন একটা ভাব করে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না । আর এই যুগে এতো প্রেম কোথা থেকে আসে সেটা নাদিয়া বুঝতে পারে না । আরে বাবা কাল বলেছি কথা হবে, আজকে কাজ পড়ে গেছে ! এখন কি করনীয় !
রাত ভয় প্রেমময় আলাপ করার সময় কোথায় এখন ?
আগে কাজটা শেষ করতে হবে তারপর অন্য কিছু !নাদিয়া আরও ঘন্টা খানেক কাজ করেই চলল । তখনই বুঝতে পারলো আসলে কাজের কাজ কিছুই হচ্ছে না । যে ডাটা গুলো সে এনালাইসিস করতে যাচ্ছে সেগুলো জন্য গভীর মনযোগ চাই কিন্তু সেটা সে দিতে পারছে না ।
কারনটা সে স্বীকার করতে চাইছে না ।
কিন্তু স্বীকার না করে পারছেও না ।
ফোনে যখন অপুর সাথে খারাপ ব্যবহার করে ফোন রেখে দিলো তখন কিছু সময়ের জন্য সে চুপ হয়ে গিয়েছিলো । অপুর মন খারাপ হলেই সে চুপ করে থাকে । মুখ দিয়ে একটা কথাও বের করে না । তারপর যখন বলল যে আচ্ছা তাহলে কাজ কর তখনও নাদিয়া স্পষ্ট বুঝতে পারছিলো যে ছেলেটা কষ্ট পেয়েছে । তখন কেয়ার করে নি কিন্তু এখন মাথার ভেতরে কেবল সেটাই ঘুরছে !শেষে বিরক্ত হয়ে নিজের ফোনটা হাতে নিল । ডায়াল করলো অপুর নাম্বার !
একবার রিং হওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ হয়ে গেল ।
ও জানতো এমনই হবে !
তবুও নাদিয়া বলল, তোমাকে না বললাম ঘুমাতে ! জেগে আছো কেন ?
-ঘুমিয়েই ছিলাম । রিং আসতেই ঘুম ভেঙ্গেছে !
-শুনো ঢং করবা না ! ঢং করতে না মানা করেছি ।
-আচ্ছা করবো না । তা ফোন দিলে যে আবার ! কাজ শেষ !
-ফোন দিয়েছি তো কি হয়েছে । রেখে দিবো ? কথা বলতে ইচ্ছে করছে না । না এখন আর কেন করবে কথা বলতে ! আমি তো পুরানো হয়ে গেছি ! তাই না !
একের পর এক কথা চলতেই থাকলো এরপর !!কত সময় পার হয়ে গেল দুজনের কারো হিসাব থাকলো না । ফোন যখন আবার রাখলো তখন নাদিয়ার মনটা একটু শান্ত হল । ওর সাথে কেবল একটু কথা বলতে পারলেই ছেলেটা কত খুশি হয়ে যায় । একটু আগে যে ওর সাথে খারাপ ব্যবহার করেছে সেটার কিছু মনে রাখে না ! শুরু কি অপুর ! ওর নিজের কি ভাল লাগে না । ও যতই অস্বীকার করুক না কেন ! আসল সত্যটা ও ঠিকই জানে !
এইবার মনে হচ্ছে কাজ মন বসবে !
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।