সাইদ সাহেব বারান্দাতে বসে পত্রিকা পড়ছিলেন এমন সময় তার বাড়ির কাজের ছেলেটি দৌড়াতে দৌড়াতে গেট দিয়ে ঢুকলো । তার দিকে তাকিয়েই সাইদ সাহেবের মনে হল ছেলেটা কোন কিছু দেখে ভয় পেয়েছে । তাকে জিজ্ঞেস করতেই ছেলেটা বলল
-স্যার, আমি বাজার করতে গিয়েছিলাম । বাজারে আমার সাথে এক মহিলার দেখা হয়েছে । সে যে আমার মৃত্যু সেটা আমি চিনতে পেরেছি । সে আমাকে ভয় দেখিয়েছি ।
সাইদ সাহেব সহানুভুতির চোখে তার দিকে তাকালো । ছেলেটি আবার বলল
-স্যার আমি আর এখানে থাকবো না । আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে দিন । আমি গ্রামের বাড়ি চলে যাবো ।
সাইদ সাহেব জানতেন ঢাকা থেকে মুন্সিগঞ্জ যাওয়ার জন্য কত টাকা লাগবে । মুন্সিগঞ্জ হচ্ছে তার কাজের ছেলেটার গ্রামের বাসা । তিনি তার থেকে বেশি টাকাই তাকে দিলেন । আর বললেন যে যদি তার ভয় কেটে যায় তাহলে যেন সে আবার চলে আসে ।
কাজের ছেলেটা কিছুই বলল না । টাকা নিয়ে গ্রামের বাড়ির দিকে রওণা দিল ।
তখনই সাইদ সাহেবের মনে হল আজকের বাজার করা হয় নি । কাজের ছেলেটা চলে যাওয়াতে এখন তাকেই বাজারে যেতে হবে । তিনি বাজারের ব্যাগ নিয়ে রওনা দিলেন বাজারের দিকে । বাজাজে কিছু সময় ঘোরাফেরা করার পরে সাইদ সাহেবেরও সেই মহিলার সাথে দেখা হয়ে গেল । লেডি ডেথ। মৃত্যু । সে এগিয়ে গেল তার দিকে । তারপর তাকে বলল
-আপনি আমার কাজের ছেলেটাকে কেন ভয় দেখিয়েছেন ?
লেডি ডেথ বলল
-কই না তো । আমি তাকে ভয় দেখাই নি । আমি তাকে দেখে চমকে উঠেছি । আমার চমকে উঠা দেখে সে ভয় পেয়েছে ।
-চমকে উঠেছেন ! কেন ?
-কারন আজ বিকেলে তার সাথে আমার মুন্সিগঞ্জে দেখা হওয়ার কথা । তাকে এখানে দেখে আমি চমকে উঠেছি ।
সাইদ সাহেব কি বলবেন খুজে পেলেন না ।
(বিদেশী গল্প অবলম্বনে)
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।