"প্রিয় মানুষটার তৃপ্তি সহকারে খাওয়ার দৃশ্য পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য.." অনুকে কে জানি কথাটা বলেছিল । ঠিক মত মনেও নেই । কিন্তু অনু আজকে সত্যটা বেশ ভাল করে উপলব্ধি করতে পারছে !
অপুর দিকে তাকিয়ে অনুর মনে হল এমন সুন্দর দৃশ্য সে অনেক দিন দেখে নি ! অনেক দিন আগে বৃষ্টিতে ভিজতে ভিজতে অপু ওর জন্য কদম ফুল নিয়ে এসেছিল ! হাত ভর্তি ফুলের আবদার করেছিল সে ! অউ যে সত্যি সত্যি বৃষ্টির ভেতরে নেমে যাবে সেটা ভাবে নি ! যখন ফুল নিয়ে হাজির হল অনু কেবল অবাক হয়ে তাকিয়ে ছিল ! ওর চুল দিয়ে টপটপ করে পানি পড়ছিল ! অনুর চোখে সেই দৃশ্যটা এখনও ভাসে ! ঠিক যেমন আজকের দৃশ্যটাও ওর মনে অনেক দিন আটকে থাকবে !
-তুই রান্না করেছিস ?
-কেন ? বিশ্বাস হচ্ছে না ?
-না মানে তুই এতো ভাল রান্না করতে পারিস আগে জানতাম না ! শোন এক কাজ কর আমাকে বিয়ে করে ফেল ! প্রতিদিন আমাকে রান্না করে খাওয়াবি ! ঠিক আছে !কথাটা বলেই অপু আবার জোরে হাসতে লাগলো ! অপু যদি একটু ভাল করে লক্ষ্য করতো তাহলে দেখতে পেত এই এইটুকু কথাতেই অনুর চোখে পানি চলে এসেছে । ওকে নিয়ে ছেলেটা যদি একটু সিরিয়াস হত তাহলে কবেই বুঝতে পারতো অনু ওকে কি পরিমান ভালবাসে ! একবার ভাল করে চোখের দিকে তাকালেই হয়তো বুঝে ফেলার কথা ! কিন্তু অনু দেখলো অপু একমনে খেয়েই চলেছে ! ওর চোখ দিয়ে যে পানি পরছে সেদিকে লক্ষ্য নেই !
-আরেকটু দেব !
-দে, আরেকটু দে ! তার আগে চোখ মোছ ! কথায় কথায় চোখ দিয়ে পানি পড়া মেয়েকে বিয়ে করবো না কিন্তু বলে দিলাম ! প্যাঁচপ্যাচ কান্না অসহ্য লাগে !অনু চোখ মুছতে মুছতে অপুর প্লেটে আর একটু তরকারী তুলে দিল ! কিন্তু চোখের পানি থামলো না কিছুতেই । আজকে যেন তার কান্নার দিন ! আনন্দময় সুখের কান্না !
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।