বউয়ের সাথে তীব্র ঝগড়া করে ঘুমাতে গেল রূপম । শোবার ঘরে না ঘুমিয়ে, ঘুমাতে গেলে গেস্ট রুমে । রাতে আবিস্কার করলো দরজা খুলে তার বউ মৌরি গেস্ট রুমে এসে হাজির হয়েছে । রূপম কিছু সময় রাগ করে শুয়ে থাকলো । এমন একটা ভাব যেন সে দেখেও দেখছে না । কিন্তু একটা সময় আর রাগ করে থাকতে পারলো না । মৌরি ধীরে ধীরে রূপমকে জড়িয়ে ধরছে । শরীরের নানা স্থানে আদর করছে । এই অবস্থায় রাগ করে থাকা সম্ভব না । এক সময় নিজেও সব রাগ ভুলে মৌরিকে আদর করতে শুরু করলো । মনে মনে ভাবলো এই ভারে ঝগড়ার পরে আদর পেলে মন্দ হয় না ।
কিছু সময় পরে রূপমের পানির তৃষ্ণা পেল। খেয়াল করে দেখলো ঘরে কোন পানি নেই । মৌরি ওয়াশরুমে ঢুকেছে । রূপম দরজা খুলে ডাইনিং রুমের দিকে তাকালো । গেস্ট রুমের সাথেই ডাইনিং স্পেশটা । টেবিলের দিকে চোখ যেতেই জমে গেল সে । মৌরি জগ থেকে পানি ঢালছে । ওকে গেস্ট রুম থেকে বের হতে দেখেই সেও জমে গেছে । দুজন দুজনের দিকে তাকিয়ে আছে একভাবে । গেস্ট রুমের ওয়াশরুমের দিকে ফিরে তাকালো রূপম । ওয়াশরুমের দরজাটা ঠিক বন্ধ নয় । আলো জ্বলছে সেখানে । ভেতর থেকে পানি পরার আওয়াজ আসছে ।
আবার ফিরে তাকালো ডাইনিংয়ের দিকে । মৌরি দাড়িয়ে আছে সেখানে । ভয়ের চোখে তাকিয়ে আছে রূপমের দিকে ।
-তুমি এই ঘরে .....
কথাটা বলতে গিয়েও থেমে গেল মৌরি । নিজেদের বেড রুমের দিকে ফিরে তাকালো একবার ! ওদের বেড রুমটা গেস্ট রুমের উল্টো দিকে । মৌরির চোখ এড়িয়ে কোন ভাবে কেউ গেস্ট রুমে আসছে পারবে না । মৌরি একটু আগে রূপমকে ওদের বেড রুমের ওয়াশরুমে ঢুকতে দেখেছে। এই ফাঁকে ও ডাইনিংয়ে এসেছে পানি নিতে । রাতের বেলা রূপমের পানি খাওয়ার অভ্যাস । আজকে ঝগড়ার কারণে মৌরি পানি রাখে নি । তাই এখন পানি নিতে এসেছিলো । কিন্তু এখন দেখছে রূপম গেস্ট রুমে । তাহলে ওর সাথে এতো সময় যে ছিল সে কে ?
পরিশিষ্টঃ
রু আর পু পাশের বাসার সানশেইডের উপর বসে খিলখিল করে হাসছে । এখান থেকেই মৌরি আর রূপমকে দেখতে পাচ্ছে ওরা । দুজন কেমন ভীত চোখে একে অন্যকে জড়িয়ে ধরে আছে । একে অন্যকে সান্তনা আর ভরশা দেওয়ার চেষ্টা করছে ।
রু আর পু এই সানশেইডের উপরে বসেই নিজেদের সময় কাটায় । সামনের বড় কড়ই গাছটাতে থাকে ওরা । আজ এখানে রাতের সময় কাটাতে গিয়ে দেখে রূপম আর মৌরি ঝগড়া করে দুজন দুই ঘরে চলে গেল । তখনই দুজনের মাথায় দুষ্ট বুদ্ধি এল । দুজন দুইজনের রূপ ধরে চলে গেল দুইজনের কাছে ।
রু বলল, তোমার কি মনে হয় ওরা আর ঝগড়া করবে কোন দিন ?
পু বলল, ঝগড়া করবে হয়তো কিন্তু এইভাবে কোন রাতে আলাদা ঘুমানোর সাহস পাবে বলে মনে হয় না ।
রু বলল, আর যদি আলাদা ঘুমাও, আমরা তো আছি, নাকি !
এই বলে দুজন আবারও খিলখিল করে হাসতে লাগলো !
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।