-সিগারেট খাচ্ছ ?
-হুম !
-কবে থেকে ?
-জানি না ! সঠিক হিসাব করি নি কবে থেকে খাই !
-আমি চলে যাওয়ার পর থেকে ?মেয়েটির কথা শুনে ছেলেটি কিছুক্ষনের জন্য থেমে গেল । সত্যি কি তাই ! কবে থেকে সে সিগারেট খাওয়া শুরু করেছে !
কে জানি একটা সময় বলে ছিল ধোঁয়া নাকি চিন্তা কে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে ! কষ্টের তীব্রতা কমানোর ক্ষেত্রেও নাকি ধোয়ার কোন তুলনা নেই ! ধোয়ার তীব্রতা যত বেশি হবে কষ্ট তত দ্রুত প্রশমিত হবে !
কে জানে কত টুকু সত্যি !প্রথম যে দিন মেয়েটি হারিয়ে গেল ছেলেটি আর কিছু ভাবতে পারছিল না । ঠিক মত যেন নিঃশ্বাস নিতে পারছিল না যেন । বাসায় যাওয়া আগে সে দিনই প্রথম দুই প্যকেট নেভি ছিল পকেটে !
আসলেই সিগারেট চিন্তা অন্য দিকে নিতে পারে ! আজও তাই ছেলেটি একটির পরে একটি সিগরেট খায় ! একটু চিন্তা টা অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য !
মেয়েটির চিন্তা !
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।