সাফিয়ার কদিন থেকেই মনে হয় কে যেন ওর পিছু পিছু হাটে সব সময়। যখনই সে বাইরে বের হয় তখনই মনে হয় কেউ তার পেছন পেছন হাটছে৷ কিন্তু পেছনে তাকিয়ে কাউকেই দেখতে পায় না সে। খুবই অস্বস্তি লাগে তার। কিন্তু কিছুই করতে পারে না। কাউকে বলতেও পারে না। বলতে হয়তো কেউ বিশ্বাস করবে না।
একদিন সকালে অফিসে যাচ্ছিলো। তখনও মনে হচ্ছিলো কেউ যেন ওর পেছন পেছন আসছে। পেছনে ফিরে তাকিয়েও কাউকে দেখতে পেলেন না৷ তবে অস্বস্তিকর অনুভূতি রয়েই গেল। কিছু সময় পরে হঠাৎ করে পেছন থেকে খুব হট্টগোলের আওয়াজ শুনতে পেল। পেছনে তাকিয়ে দেখতে পেলেন মানুষজন দৌড়ে যাচ্ছে। বুঝতে পারলো দুর্ঘটনা ঘটেছে। কৌতূহল নিয়ে কাছে এগিয়ে গেল। দেখলো মাঝ বয়সী এক লোক গাড়ি চাপা পড়েছে। সাথে সাথেই মারা গেছে সে।
আর কিছু না ভেবে আবারও অফিসের পথে হাটা দিল। এবং কিছু দূর আসার পরে হঠাৎ করে বুঝতে পারলো যে ওর সেই অস্বস্তিকর অনুভূতিটা আর হচ্ছে না। সাফিয়ার আর মনে হচ্ছে না ওর পেছন পেছন কেউ আসছে।
তারপর আর সাফিয়ার এই অস্বস্তির অনুভূতিটা ফিরে আসে নি।অনুগল্পঃ ফলোয়ার
YOU ARE READING
পরমানু গল্প গুচ্ছ
Short Storyমাঝে মাঝে জীবনের গল্প বলতে হাজার শব্দ লাগে না। মাত্র অল্প কয়েকটা লাইন দিয়েই বলা হয়ে যায় পুরো গল্প। পরমানু অনু গল্প গল্প গুলো এমনই। ছোট গল্পের জগতে আপনাকে স্বাগতম ।