সারাদিনের শেষে ভোলা কাজ করে এসে তার সেই চেনা গাছের তলাটাই বসলো। বসে বসে সে হিসেব করতে থাকে আর কত টাকা জমালে সে তার মা এর ওষুধ কিনতে পারবে। আজ বিকেলটা বড়ই অদ্ভুত। আজ নাকি ভালোবাসার দিন, বড়োলোক দের Valentine's Day। ভোলা মনে মনে একটু তাচ্ছিল্যের হাসি হেসে ভাবে যে তাদের মতো ছেলে-মেয়েদের জীবনে মা বাবাই একমাত্র ভালোবাসার মানুষ। যেখানে তার মতো বয়সের বাকিরা তাদের প্রেমিক প্রেমিকাদের সাথে সময় কাটাচ্ছে, সেখানে তার কাঁধে তার মা বাবার দায়িত্ব, সংসারের দায়িত্ব। ভোলা ভাবতে থাকে, ছিল একসময় তার ও একটি প্রিয় মানুষ। প্রতিদিন সকালে কাজে বেরোনোর সময় সে দেখত মিঠি স্নান করে মাথায় তোয়ালে বেধে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সাহস হয়নি তাকে কিছু বলার, হয়ত বললে কখনো পরিনতি পেতোও না তাদের ভালোবাসা। সে ছিল বড়োলোকের মেয়ে, আর ভোলা? এক দিন আনা, দিন খাওয়া সংসারের ছেলে।
এসব ভাবতে ভাবতে কখন জানি ভোলার প্রিয় কুকুর টাও তার পাসে এসে বসেছে। একাকিত্বের মাঝে এই ভুকু নামক কুকুর টার সাথেই কথা বলে ভোলা। আজ তার মুখ দেখে ভোলা আঁচ করতে পারে যেন কিছু বলতে চায়ছে ভুকু। তাকে জিজ্ঞেস করে, "কিরে ভুকু, কিছু বলবি?" ভুকু তার দিকে করুন দৃষ্টি তে তাকিয়ে থাকে, কোনো আওয়াজ করে না। ভোলা হেসে বলে "আজও আমি একা, এটাই বলবি তো? জানিস ভুকু, আমি খুব ভালো আছি। মা বাবার সাথে, তোর সাথে, খুব ভালো আছি। আমার আর কাউকে চাই না।" ভুকু তার মাথা এনে ভোলার কোলে রেখে তার চোখের দিকে তাকিয়ে থাকে, কেমন যেন জিজ্ঞেস করছে, "আজ ভালোবাসার দিনেও ভোলা একা?"
ভোলা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, "বেঁচে থাক পৃথিবীর সমস্ত ভালোবাসা। তুই শুধু আমার সাথে থাকিস ভুকু, তাহলেই হল।"
ভুকু তার পা দিয়ে ভোলার হাতের উপর রাখল। এ যেন ভালোবাসারই প্রতিশ্রুতি। পৃথিবীর সমস্ত ভালোবাসা কত মধুর, তাই না?
YOU ARE READING
~HAWAII~
FantasyStory about the island Hawaii...created with the favourite person, with love and Imagination.
