স্মৃতির বাক্স

1 1 0
                                    

রোদ ঝলমলে 25th december। রোজকার ডায়েরি লেখা শেষ করে দুপুরে উঠলাম। প্রতিদিনের মতো আজকে ডায়েরিতে কোনো গল্প লিখিনি, লিখেছি একটা সত্যি ঘটনা, যার কারনে বেশ অন্যরকম অনুভূতি হচ্ছে। পুরোনো পাতাগুলো ঘেঁটে দেখলে বোঝা যায় যে ছ-মাস গল্প লেখার পর হঠাৎ একটা সত্যি ঘটনা লেখার দরকার পড়েই যায়। কারন ওই ছ-মাসে যা যা করি, সেটার শেষ হয়ে দাঁড়ায় একটা সত্যি ঘটনাতেই। বিগত ছ-মাসে হঠাৎ নিজের আঁকার বাতিক ওঠায় সেই নিয়েই ডায়েরি লিখতাম, আর যখন গতকাল শুধুমাত্র লাল রঙের বিভিন্ন শেড দিয়ে আঁকার জন্য আমার আঁকা একটা খ্যাতনামা ম্যাগাজিনে প্রকাশিত হল, তখন তার গাঢ়ত্ব আর গভীরতা দেখে কে বুঝেছিল যে ওটা কোনো মানুষের লোহিত রক্তকনিকা? যদিও আঁশটে গন্ধের জন্য আমায় বিখ্যাত আর্টিস্ট Mr. Johnson এর কাছে শুনতেই হয়েছে- "Suspicious! What colours have you used man?" আমি কিন্তু ঠান্ডা মাথায় বলেছিলাম, "I made them myself. Not a piece of cake. Mmm...lets have lunch together tomorrow. We'll discuss abou' these." আজই সেই দিন। আমি আর Mr. Johnson একসাথে lunch করব, আর আলোচনা করব আমার "suspicious" রঙ নিয়ে। তিনি কাল রাত্রেই আমার সাথে এসে আমার ফ্ল্যাটে পৌঁছেছেন।

এইসব ভাবতে ভাবতেই দেখি দুপুর গড়িয়ে গেল। নাহ আর দেরি করে লাভ নেই, এবার রোষ্টেড মিটটা ফ্রিজ থেকে বের করি, কি তাই তো Mr. Johnson? কিন্তু...কোনো উত্তর এল না। কি হল! কি ব্যাপার! Mr. Johnson কোথায়? তাঁকে তো দেখতে পাচ্ছি না।তারপরেই শুনলাম মাইক্রওভেনে রোষ্টেড মিটটা গরম হয়ে Time up হয়ে টিকটিক আওয়াজ করছে। ওহ ওইতো Mr. Johnson। প্লেটটা বের করে টেবিলে রাখলাম।When I told him to have lunch with me, I didn't meant the lunch, I meant HIM।

~HAWAII~Where stories live. Discover now