কোনো এক গভীর রাতের স্বপ্ন, হয়ত সে স্বীকৃতি পায়নি বা পেতে চায়নি। আমার ভাঙ্গা পাঁজরে তার বিন্দু বিন্দু অংশ রয়ে গেছে আজও। মাঝে মাঝেই সদ্য কেটে যাওয়া চামড়ার মতো জ্বালা করে ওঠে। কখনও তীব্র বেদনায় মনে হয় পাঁজর ভেঙে বেরিয়ে আসবে সেই কষ্টগুলো। অথচ ঈশ্বরের কি লীলা! সেই ভারী ভারী বুক ভাঙ্গা কষ্টগুলোই কেমন বেরিয়ে আসে অশ্রু হয়ে ছোটো ছোটো ফোঁটায়। ততক্ষণে যদি আমি মরে যাই, এ বেদনার লাঘব হয়। কিন্তু! না!
এমন কষ্ট নিয়ে বেঁচে থাকা নাকি সাহসী মানসিকতার পরিচয়। এক বুক কষ্ট নিয়ে তিল তিল করে মরা সাহসের কাজ, অথচ এক ধাক্কায় জীবনের ইতি টানা নাকি ভিরুর কাজ।
এই এথেইস্ট আমিই ভাবি, যদি ঈশ্বর বলে সত্যিই কিছু থেকে থাকে সে কি সত্যিই সাড়া দেয় আমাদের ডাকে? মাঝ নদীতে পথ হারালে সে কি হাল ধরে দেয়? দেয় হয়ত। কিন্তু আমার বেলায় সে বড়ই অলস। আমার এই ছোটো হৃদয়ের মধ্যে যে অসংখ্য ছিদ্র আছে, তা সম্পূর্ন করে সেই ঈশ্বর আমায় শুধুই আফসোস দিয়েছে, কষ্ট দিয়েছে, অপেক্ষা দিয়েছে কিন্তু আনন্দ দেয়নি, সুখ দেয়নি, স্বপ্ন হয়ত দিয়েছে, তবে তা পূরণ করতে দেয়নি।
এই পৃথিবীর খুব কি ক্ষতি হতো যদি আমি ভালো থাকতাম? এই পৃথিবীর খুব কি ক্ষতি হতো যদি ঘর ছাড়া মানুষরা মাথার ছাদ পেতো? হয়ত হতো। সবকিছু সুন্দর হলে হয়ত সত্যিই খুব বড় ক্ষতি হতো। তাই ঈশ্বর আমাদের অপুর্ন করে রেখেছে কোনো না কোনো জায়গায়। অধর্মই ধর্ম, অসুখই সুখ হয়েছে তাই।
-শিল্পা প্রামাণিক
YOU ARE READING
~HAWAII~
Viễn tưởngStory about the island Hawaii...created with the favourite person, with love and Imagination.
