ফিরে আসব

1 1 0
                                    

তপ্ত রৌদ্রে যখন সবুজ পুড়বে, ফিরে আসব আমি এক বিন্দু বৃষ্টি হয়ে। তখন আমায় অচেনা ভেবো না! সবাই বলে মন খারাপের মেঘলা আকাশ, আমি নাহয় ব্যতিক্রমীই হলাম। জানি রাগ করবে ভীষন, তোমার ঝলমলে নীল আকাশের গায়ে তাও আমি ঘন মেঘ হয়ে ফিরে আসব। সমস্ত সবুজ যখন ভরে উঠবে তোমার বিষন্নতায়, কাব্য হয়ে এক ফোঁটা চোখের জলের বিনিময়ে বৃষ্টি নামাবো। দু-হাত বাড়িয়ে হাত ভেজালে তখন তুমি খুঁজে পাবে আমায় প্রতিদিনের ঠুনকো অভিমানে।

~HAWAII~Where stories live. Discover now