ঘরের দেওয়ালে টাঙানো ছবি টার দিকে তাকিয়ে আরাত্রিকা মনে মনে বলল, "কি অদ্ভুত না! আমিও একদিন ওরকম ছোট্টো ছিলাম।"
ছবির বাচ্চাটা যেন আরাত্রিকার কথায় সম্মতি জানিয়ে চোখে চোখেই ইশারা করল।
ছবি বলতে একটি বাচ্চা মেয়ে, হাতে একটা লাল টুপি নিয়ে বসে আছে, বয়স হবে 1-2 বছর। আর পরনে আছে সোনালি রঙের একটা ফ্রক। মূলত Wall Picture এ খুব নেশা আরাত্রিকার, তাই ওই ছবিটা সে এনে লাগিয়েছিল নিজের ঘরে। কিছু একটা যেন খুব টেনেছিল তাকে ওই ছবির মধ্যে, অনেক গভীর ভাবনার পর সে উদ্ধার করেছে বাচ্চা মেয়েটার চোখ গুলো খুবই অন্যরকম, সেগুলো সাধারন নয়, কিন্তু কি দিয়ে করা তা এখনো উদ্ধার করতে পারেনি আরাত্রিকা। তার অনেক বন্ধু বান্ধব, দাদা দিদিরা এসে ছবির প্রসংসা করে ঠিকই কিন্তু তারাও কেউ বলতে পারেনা মেয়েটার চোখের উপাদান।
পড়তে পড়তে দেওয়ালের ছবির দিকে তাকিয়ে একটু হেলান দিয়ে বসে আরাত্রিকা। অনেকটা সময় একই ভাবে বসে থাকলে ঘাড়ের পাশে ব্যাথা হয় আর মনে হয় যেন মাথা ঝিমঝিম করছে, এরকমই খুব সাধারন ভাবে ছবির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে। বাচ্চা মেয়েটার হাতের সেই লাল টুপিটা উধাও। তাড়াতাড়ি সোজা হয়ে বসে চোখ মুখ কচলে আরেকবার ছবির দিকে তাকিয়ে সে দেখলো, লাল টুপি যেমনটা তেমনই আছে। খুব কৌতুহল বশে এক পা এক পা করে এগিয়ে গিয়ে ছবির সামনে দাঁড়ায় আরাত্রিকা। কিছুই সন্দেহজনক নেই, কিন্তু মনটা কেমন খুঁত খুঁত করতে থাকে। আস্তে আস্তে ছবিটা নামিয়ে এনে চেয়ারে বসে আরাত্রিকা। খুব মন দিয়ে পর্যবেক্ষন করে বাচ্চা মেয়েটার সমস্ত অস্তিত্ব ওই ক্যানভাসের মধ্যে।
কিন্তু ঠিক এই মুহুর্তেই আবার তার হাত থেকে লাল টুপি টা উধাও হয়ে যায় হঠাৎ করে। আরাত্রিকা হাত থেকে ছবিটা ফেলে দেয় মেঝেতে, ক্যানভাসের উপর কাঁচের layer এ ফাটা দাগ স্পষ্ট হয়। লাল টুপিটা যেন তার সাথে লুকোচুরি খেলতে থাকে। আবার অদৃশ্য টুপি দৃশ্যমান হলে আরাত্রিকা ছবিটা তুলে নিয়ে বারবার মেঝের উপর আঘাত করে, সজোরে। কেমন এক অদ্ভুতুড়ে পরিবেশ, তার যেন দম বন্ধ হয়ে আসছে। ছবিটার কোনো অস্তিত্ব সে রাখতে চায়না নিজের কাছে। আরাত্রিকার সমস্ত শরীর ক্লান্ত অবসন্ন হয়ে আসে আস্তে আস্তে ভয়ে। ছবিটার টুকরো গুলো হাতে তুলে নিয়ে খোঁজার চেষ্টা করে চোখের অংশটুকু। কিন্তু অগুনতি কাচের টুকরো তে তার হাত কেটে ক্ষত বিক্ষত হয়ে যায়। এইসব আওয়াজ পেয়ে আরাত্রিকার মা বাবা ছুটে আসে তার ঘরে, এসে দেখতে পায় accident এ মারা যাওয়া ছোটো বোনের ছবির টুকরো গুলো নিয়ে আরাত্রিকা রক্তাক্ত হাতে বসে আছে মেঝের উপর।
আর দেওয়ালে ছবিটার পাশের পেরেক এ ঝুলছে বোনের দেওয়া আরাত্রিকার সেই লাল টুপি।
YOU ARE READING
~HAWAII~
FantasyStory about the island Hawaii...created with the favourite person, with love and Imagination.
