অপেক্ষায় অবেলার গরম ভাতের ভাঁপ,
নরম রৌদ্রে পাতা তালপাতার আসন।
আমি তখন মরীচিকার খোঁজে তেপান্তরের মাঠে,
ছুটে গিয়েছি অনেক দূরে
প্রতিফলনকে ধাওয়া করতে করতে
সূর্যের কমলার সাথে।
ফেরার সময় পেরোলে ধূলোঝড় উঠল।
নরম রোদ ফেলে রেখে গেল ঠান্ডা ভাত;
আর অপেক্ষার তালপাতার আসন।
-শিল্পা প্রামানিক
YOU ARE READING
~HAWAII~
FantasyStory about the island Hawaii...created with the favourite person, with love and Imagination.
