ডায়ামন্ড ভ্যালি

1 1 0
                                    

জিওন্সিন আর লিসুবিন ফোন রেখে মাইক্রসফ্ট স্টোর থেকে অ্যাপ-টা খোঁজার জন্য তাদের কম্পিউটার অন করলো। খুঁজে পাওয়ার পর ঠিক করল বাকি বন্ধুদের ও এটার ব্যাপারে জানাবে।

মূলত জিওন্সিন আর লিসুবিন খুব ছোটোবেলার বন্ধু। তাদের বন্ধুত্বের মূল কারন হচ্ছে গেমিং। গেমের কারনেই তারা একে অপরের পরিচিত হয়েছে আর বন্ধুত্ব আরও গভীর হয়েছে। ঠিক একই ভাবে, তাদের বাকি বন্ধুরাও গেম অ্যাডিক্ট। তাই মত মেলার কারনে তারা নিজেদের একটা গ্রুপ বানিয়ে সবসময় একসাথেই থাকে, আর ক্লাসের বাকি কারোর সাথে তাদের খুব একটা পরিচয় নেই। তাদের গ্রুপে আছে তিনজন মেয়ে (জিওন্সিন, লিসুবিন, লিহারিন), আর তিনজন ছেলে (বেন, সিয়ান, অরদিন)। জিওন্সিন আর লিসুবিন বেস্টফ্রেন্ড, অন্যদিকে বেন আর অরদিন বেস্টফ্রেন্ড। খুব স্বাভাবিক ভাবেই লিহারিন আর সিয়ান একটু ছিটকে যাওয়া অনুভব করে এদের মাঝে। যদিও সেটা খুব কম সময়ই কারন বেশিরভাগ সময় তারা সবাই একসাথেই থাকে। এরা সবাই মিলে তাদের গ্রুপের একটা নাম ও দিয়েছে,যেহেতু সবাই গেম পছন্দ করে তাই তাদের গ্রুপের নাম AMPK B40। যাইহোক, এবার ফিরে আসি প্রথম ঘটনায়।

জিওন্সিন একটা আর্টিকেল এ দেখেছে যে "Nothing" বলে প্লেস্টোরে একটা গেমিং অ্যাপ আছে, তারপর সে তার প্রিয় বন্ধু লিসুবিনকে ফোন করে বিষয়টা জানায়। দুজন সেটা খুজে পেলে ঠিক করে তাদের বাকি বন্ধুদের ও এই কথা জানাবে। তার আগেই তারা দুজন নিজেদের কম্পিউটারে ইন্সটল করে নেয় "Nothing"। হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জানায় সবাইকে এই অ্যাপটা ইন্সটল করতে, আর ঠিক করে বিকেলে ঘুরতে বেড়িয়ে এটা নিয়ে আলোচনা করবে।

কথা মতো সবাই বাইক নিয়ে বেড়িয়ে পড়ে। সবার সাথে সবার দেখা হলে তারা ঠিক করে প্রথমেই একটা বাইক রেস করবে। জিওন্সিন আর লিসুবিন আপত্তি জানালে অরদিন বলে " আরে চল না, খুব মজা হবে দেখ। আমার বাইক এ আমি লিসুবিন আর জিওন্সিন কে চাপাচ্ছি, বেন তুই লিহারিন আর সিয়ানকে চাপা।" শেষ পর্যন্ত তারা সবাই নিজের নিজের বাইক নিয়েই রেস শুরু করে।

মাঝে একটা আচমকা আওয়াজ পেয়ে জিওন্সিন ঠিক সামনে থাকা অরদিনকে বাইক থামাতে বলে, কিন্তু কে কার কথা শোনে। রেস এ জিততে গেলে থামা চলবে না। অবশেষে জিওন্সিন এর কথা শুনে বাকিরা বাইক থামালে বাধ্য হয়ে অরদিন ও তাই করে। নামার পর তারা হাঁটতে হাঁটতে একটু পিছিয়ে গিয়ে দেখে একটা অচেনা বাইক গাছের সাথে ধাক্কা লেগে পড়ে আছে। অথচ তার চার পাশে কোনো জনপ্রাণী নেই। বাইকে তখনো স্টার্ট দেওয়া আছে। জিওন্সিন বলে "আমি এই বাইকটা অ্যাক্সিডেন্ট করার আওয়াজই পেয়েছি, কিন্তু মানুষটা কোথায়?" বেন বলে "সে নিশ্চয় দূরে ছিটকে গেছে, চল একটু দেখি ওদিকটা।" আরও অনেকটা এগিয়ে যাওয়ার পর তারা দেখে যে সেখানে তো কোনো মানুষ নেই, বরং রাস্তাটাও অচেনা। এটা কিকরে সম্ভব তা বুঝে ওঠার আগেই লিসুবিন জিওন্সিন এর হাত ধরে সামনে তাকাতে বলে। সামনে তাকিয়ে ছ-জনই হতভম্ব হয়ে যায়। সেখানে একটা বড়ো লোহার দরজা, আর তার উপরে লেখা "NOTHING"। অর্থাৎ তারা সেই গেমের দুনিয়ায় এসে পড়েছে।

~HAWAII~Where stories live. Discover now