ওই ধূসর শহর কি শেখায় জানো?
নাহ! জানি না! তবে কেমন অদ্ভুত এক সত্যতা লুকিয়ে থাকে ওতে জীবনের। ভোরের আলো ফোটার আগে নদীর ওপারের ওই শহরটাকে কেমন অপরিচিত লাগে। কই আলোর হাত ধরে তো এমন লাগে না? ছোটো বেলায় কোনো এক অজানা লেখকের লেখাতে পড়েছিলাম "ভোরের আকাশ সব শিক্ষা দেয়", সত্যিই তাই না? ভোরের ওই ধূসর আকাশ অনেক কিছু শেখায় আমাদের। জীবনের খুব কঠিন মুহূর্ত গুলো যখনই হাতছানি দেয় পিছনের দিকে, যখনই টেনে ধরে পিছনের দিকে, তখনই মনে পড়ে এই নদীর ওপারের ওই ধূসর শহরের কথা। কি অলীক লাগে সব! এখানে এত শান্তি যেন ওই কালো ধোঁয়ার নীচে লুকিয়ে আছে। যেন কালো ধোঁয়ার আস্তরন তাকে ঢেকে রেখেছে খুব যত্ন নিয়ে। আচ্ছা মানুষের মন এরম কেন? খুব সাধারন জিনিস নিয়ে আমরা এত ভাবি কেন? ওই ধূসর শহর দেখে মনে হয় আমাদের জীবন টাও ঠিক ওরকমই কালো ধোঁয়ায় ঢেকে আছে। তার নিচে আছে একরাশ শান্তি। কিন্তু সূর্য যেমন ওই শহরের সব কালিমা মুছে দেয়, আমাদের কে মুছে দেবে? আমাদের যে সূর্যটাই কালো ধোঁয়ায় ঢাকা, ধূসর শহরের মতো।
YOU ARE READING
~HAWAII~
FantasiStory about the island Hawaii...created with the favourite person, with love and Imagination.
