শেষ রোদ্দুর

12 1 0
                                        

 রোদ্দুর থেকে ফিরে এসে যে ছায়ায় বসেছিলাম, বুঝিনি ওই রোদ্দুর আর আমার গল্প ওখানেই শেষ হয়েছিল। একটা অধ্যায় কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। পিছনে ফিরে তাকালে বুঝি কতটা গোছানো ছিল সব, কতটা আনন্দে মোড়া ছিল দিনগুলো। কখন যে নিজের অজান্তেই সেই অধ্যায় শুরু হয়েছিল, আর কখন যে নিজের অজান্তেই সেই অধ্যায় শেষ হল, কিছুই বুঝিনি। ধীরে ধীরে গান গুলো গতি হারালো মনের রাস্তায়। ধীরে ধীরে পরিনত হল অনুভূতিরা। হাসির আওয়াজ পরিবর্তন হল ইমোজিতে। আর তারপর!

হারিয়ে গেল সব। হারালাম আমি, তুমি, তারা সবাই। হারালো সেই সময়, সেই ভর দুপুরের রোদ্দুর, বিকেলের মাঠে বসে ঘন্টার পর ঘন্টার আড্ডা।সুন্দর ছিল, চিরস্থায়ী নয়। তাই তো বুঝি তার গুরুত্ব।সেই শেষ রোদ্দুরের গুরুত্ব।

~HAWAII~Where stories live. Discover now