অম্বুবাচী

3 1 0
                                        


আজ থেকে শুরু হল চারদিন ব্যাপি অম্বুবাচি অনুষ্ঠান। আসামের গুয়াহাটিতে কামাখ্যার মন্দিরে মা কামাখ্যা হলেন এই চারদিনের জন্য ঋতুমতী। মা কামাখ্যা নারীদের পরিপূর্ণ রূপের একটি অঙ্গ হিসেবে বিবেচিত হন, এবং এই সময়টি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

মধ্যযুগ থেকেই ঋতুমতী নারীদের নিয়ে যে কালিমালিপ্ত ইতিহাস আমরা দেখি, যে অশুচির তকমা লাগিয়ে দেওয়া হয় মেয়েদের উপর, সেই পিতৃতান্ত্রিক সমাজের মুখ বন্ধ করে কামাখ্যার এই কালিমালিপ্ত সময়টিকে মানুষ ভক্তিভরে পুজো করেন, সম্মান করেন, পালন করেন উৎসবে মুখর হয়ে। অশুচি নয়, বরং অনেক সম্মানের, অনেক যত্নের এবং অহংকারের প্রতীক হল মা কামাখ্যার এই অম্বুবাচি সময়। প্রানের সৃষ্টির মূল আধার, মাতৃত্বের বন্ধন এবং কুমারীর পরিপূর্ণ রূপে নারী হয়ে ওঠার গল্পই যেন মায়ের ঋতুর রক্তে লেখা আছে সোনার অক্ষরে।

মানুষের ভক্তিতে, শ্রদ্ধাতে, পুজোতে, সম্মানে চিরজীবন শুচি, শুভ এবং পুজোনীয় হয়ে থাকবে আসামের গুয়াহাটির কামাখ্যার মন্দিরের মা কামাখ্যার এই চারদিনের অম্বুবাচি উৎসব।

-শিল্পা প্রামানিক

~HAWAII~Where stories live. Discover now