ডাস্টবিন

4 1 0
                                        

ইরা পুলিশ স্টেশনে গিয়ে দেখল একটা নতুন কেস এসেছে। আরিয়ান বলে এক ব্যক্তি, তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। সাধারনত এমন কেস প্রায়শই সে দেখে থাকে এবং এতে তার মতো বড়ো গোয়েন্দার তদন্ত ও লাগে না সব সময়। পুলিশ নিজেরাই এর সমাধান করতে পারে। তবে এক্ষেত্রে বিষয়টা একেবারেই অন্য। অন্য সময় নিখোঁজ ব্যক্তির বাড়ির লোক এসে ডায়েরি করেন কিন্তু এবারে আরিয়ান মিত্রের অফিসের লোকজন এসে এই ডায়েরি করেছেন। এখনো পর্যন্ত তদন্তে জানা গেছে যে আরিয়ান মিত্র একজন বড়ো কোম্পানির সেক্রেটারি। তিনি প্রায় ৬ বছর ধরে এখানে কাজ করছিলেন, এবং মাত্র তিন বছর হয়েছে বিয়ে হওয়া। ওনার স্ত্রী আলাদা থাকেন। এর কোনো সুস্পষ্ট কারন নেই তবে এটুকু বোঝা যায় যে তিনি এই কলকাতা শহরকে পছন্দ না করার কারনেই নিজের আদি বাড়িতে থাকেন, সেটা হল উত্তর চব্বিশ পরগনায়। আর আরিয়ানকে প্রায় ১ মাস ধরে অফিসে না আসতে দেখেই তার অফিসের লোকজন বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করেও পায়নি, ওয়ার্নিং লেটারও রিটার্ন হয়ে গেছে। এমনকি তার কলকাতার ফ্ল্যাট এও গিয়ে দেখেছে সেখানে তালা বন্ধ। সবার দাবি যে আরিয়ান মিত্র এক সপ্তাহের ছুটি নিয়ে গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়া তে। কিন্তু এতদিনে ফিরে এসে তার অফিস জয়েন করার কথা হলেও তাকে কোনো ভাবেই পাওয়া যায়নি। আর তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করার ও কোনো মাধ্যম নেই তাদের কাছে, তাই শেষমেশ পুলিশই ভরসা। ইরা প্রথমে সবটা শুনে বলল, "আমাদের আগে আরিয়ান মিত্রের বাড়ির লোকের সাথে যোগাযোগ করা উচিত। সেখান থেকে কোনো ক্লু পাওয়া যেতে পারে। এবং সব চেয়ে বড়ো সম্ভাবনা যে তিনি এই চাকরি ছেড়ে অন্য চাকরি করছেন।"

একজন পুলিশ অফিসার বলেন, "কিন্তু ম্যাডাম অফিসে তো তিনি কোনো এক্সিট ইন্টারভিউ দেন নি।"

ইরা এই কথা শুনে বলল, "হ্যা, কিন্তু একটা কর্পোরেট সেক্টরে চাকরি করতে করতে এক্সিট ইন্টারভিউ দিয়ে বেড়োনোর সময় তাদের একটা রিসিউম দেওয়া হয়, as an employee সে কেমন ছিল। Special case এ সেটা বেশিরভাগ সময় খারাপই হয় কারন কোম্পানি জানে যে employee ছেড়ে দিলে তাদের ক্ষতি হবে। তাই ওটাই একটা উপায় হয়ে যায় employee কে আটকে রাখার। ঠিক এই কারনেই অনেকজন কিছু না জানিয়েই চাকরি ছেড়ে দেন, এবং অন্য জায়গায় গিয়ে নতুন চাকরি শুরু করেন। সেক্ষেত্রে আরিয়ান মিত্রের ফোন নাম্বার চেনঞ্জ করে দেওয়া, অন্য ফ্ল্যাটে শিফট করে যাওয়াটা খুবই সাধারন ঘটনা।"

~HAWAII~Where stories live. Discover now