ইন্টারন্যাশনাল ফেইলিউর ডে

3 1 0
                                        

আজ নাকি ইন্টারন্যাশনাল ডে অফ ফেইলিউর। সকাল থেকেই খুব করে স্ট্যেটাস দেখতে পাচ্ছি এটা নিয়ে। মানুষ জীবনে কতবার, ঠিক কি কি নিয়ে সফল হতে পারেনি তা নিয়েই উদযাপন করছে। অবশ্য নিজের ব্যর্থতাগুলো নিয়ে হাসি মজা করার মতো স্ট্রং মেন্টালিটিকে আমি সাপোর্ট করি। কিন্তু, আমরা সত্যিই কি ব্যর্থ?

যে ছেলেটি এক মিনিটের জন্য ট্রেন মিস করে মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারভিউটা দিতে যেতে পারল না, তার ট্রেন মাঝপথে লাইনচ্যুত হল, যে মেয়েটা ছোটোবেলা থেকে ডাক্টার হওয়ার স্বপ্ন দেখে তা পূরন করতে পারল না, সে বর্তমানে অক্সফোর্ডের বায়োলজি প্রোফেশর তারাও ব্যর্থ। আমরা বড্ড কঠিন করে ভাবি। এই জীবনের সমস্ত ব্যর্থতা এবং সফলতা একটা স্ট্যাম্প মার্কের মতো বসিয়ে দেওয়া হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ যেটাকে সফলতা ভেবে এসেছে, কিছু মানুষের ক্ষেত্রে তা সফলতা নাও হতে পারে আবার প্রজন্মের পর প্রজন্ম মানুষ যেটাকে ব্যর্থতা ভেবে এসেছে, কিছু মানুষের কাছে তাই সফলতা।

আমরা কেউ ব্যর্থ নই, কেউ সফলও নই। আমাদের পরিবেশ, মানসিকতা, মানুষজন ঠিক যেগুলোকে শিখিয়ে এসেছে আমাদের ব্যর্থতা এবং সফলতা বলে, আমরা সেই মাপকাঠিতেই নিজেদের দেখি। এই দুনিয়ায় সফল বিফল বলে কিছু হয়না, হত না কোনোদিন। কেবল মাত্র আমি দুটো কলম বেশি পড়তে পারি বলে যে আমি সফল আর তুমি দু-কলি বেশি গান গাইতে পারো বলে বাকিদের থেকে তুমি সফল ভাবাটাই সবচেয়ে বড়ো ব্যর্থতা।


-শিল্পা প্রামানিক

~HAWAII~Where stories live. Discover now