অসময়

6 1 0
                                        


মধ্যরাত্রি, সারাদিনের ঋতুর ব্যাথায় ক্লান্তি মাখা শরীর এসে পড়েছে নরম বিছানায়। ধারালো ছুরির মতো ব্যাথাটা বিঁধছে কোমর থেকে পায়ে। আধো আধো ঘুমে ফোন হাতড়ে দেখি রাত্রি দুটো। ভোর হতে এখনো বাকি অনেকটা সময়। দু হাতে কোমর চেপে ধরে তীব্র যন্ত্রনাটা শোষন করার চেষ্টায় বিফল হয়ে অবশেষে কাঁপা কাঁপা পায়ে উঠে গিয়ে জল খেলাম। ঘুমের প্রচন্ড চাহিদাটা দ্বিগুন হয়ে উঠল হঠাৎ কালকের একটা ঘটনার ঝলক মনে পড়ে। দীর্ঘ চার বছরের একটা সম্পর্কের অবসান হয়েছে আমার কাল রাত্রেই। অবশ্য তার কষ্ট এই ঋতুর ব্যাথার কাছে কিছুই নয়। তবে মন আর শরীরের উপর একসাথে এই ঝড় বয়ে যাওয়াটা সহজ নয় সামলে ওঠা। রাত বাড়ে, ঘড়িতে দুটো কুড়ি। স্বভাব বসত আবার ফোন হাতে নিয়ে পরিচিত সেই অ্যাপটা খুলতে গিয়েই আবার মনে পড়ে এখন এটা তার কাছে মূল্যহীন। এর ওপারের মানুষটা দূরে চলে গেছে অনেক আগেই। সুতরাং, আর অসময়ের কথা হবে না। বিশ্রীভাবে ব্যাথাটা বাড়তে থাকে আর ও। মনের কষ্টে শরীর ও আহত এখন।

পেইনকিলার নেবো? আবার যদি ibuprofen এর ভয়ানক side effects হয়? একটা, দুটো, তিনটে...চারটে, আশা করি আর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। এবার পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার আগেই আমার ব্যাথা শেষ হবে। শুধু ঋতুর নয়, মনের ও, জীবনের ও।

-শিল্পা প্রামানিক

~HAWAII~Where stories live. Discover now