রক্তবীজ কেমন শুকিয়ে ঝরছে;
সেই সবুজাভ অংশটাও।
কেউ বলেছিল জমাট বাঁধা রক্ত নাকি
খুব কঠিন, খুব ক্ষমতাশীল সে।
তাহলে এমন ঝরছে কেন?
জমাটের নীচে যে তরল ছিল-
ফুটন্ত রক্ত তাকে ভিজিয়ে ফেলেছে।
সমস্ত চাপা আবরণ ছিন্ন করে,
সমস্ত বাধা সরিয়ে দিয়ে
সে ঝরছে
সীমাহীন হয়ে।
কোনো এক সময়, খুব যত্নে
শুকিয়েছিল ক্ষতটা,
কে যেন হঠাৎ করেই ওটা উপড়ে দিল-
হয়তো নিজেই।
তাই এখন রক্ত ঝরছে,
সীমাহীন হয়ে।।
YOU ARE READING
~HAWAII~
ФэнтезиStory about the island Hawaii...created with the favourite person, with love and Imagination.
