অসহ্য

4 1 0
                                        


অবশ্য অসহ্যকর অবস্থা থেকে বেড়োনো হবে না তোমার কোনোদিনই। ঠিক যখনই তুমি ভাববে, আর আমি কোনো মতেই সহ্য করব না, তখনই যেন এই বিশ্বের সমস্ত ভালোবাসা সে তোমার পায়ের কাছে এনে উজাড় করে দেবে। অথচ, তোমার সহ্যের সীমা পেরোনোর আগে অবধিও সে তোমায় বুঝিয়ে এসেছে যে তুমি বিন্দুমাত্র ভালোবাসারও যোগ্য নও। ওই পৃথিবী নিংড়ে নিয়ে আসা তার শেষ মুহূর্তের ভালোবাসাটা তোমার পায়ে দেওয়া শক্তপোক্ত একটা শিকল। যে শিকল ছাড়িয়ে তুমি বেড়োতেই পারবে না। অথচ, ঠিক এমন ভাবেই সেই শিকল সে তোমায় দেবে, যে তুমি নিজেই নিজের পায়ে তা পড়ে ফেলতে পারো। সে তোমায় বোঝাবে, পায়ে শিকল পড়িয়ে খাঁচায় বন্দি থাকা পাখি কত নিরাপদ। অথচ তুমি জানলা দিয়ে দেখবে উড়তে থাকা পাখিদের পায়ে কোনো রক্তের দাগ নেই। অচিরেই তুমি ভাববে যে আর কোনো মতেই সহ্য করবে না। সে তোমায় বুঝিয়ে যাবে যে ওই রক্তের দাগে তার ভালোবাসা লেগে রয়েছে। অসহ্যকর অবস্থা থেকে তোমার বেড়োনো হবেনা কোনোদিনই।

-শিল্পা প্রামাণিক

~HAWAII~Where stories live. Discover now