রাত বাড়লে

6 1 0
                                        

রাত বাড়লেই সাহিত্য আসে, ক্লান্তির সাথে। মোটা উপন্যাসের বইটা কেমন অনুভূতি প্রবন, মনকেমনের ঝড় তুলে আনে। নামিয়ে রেখে Dostoevsky তুলি। আমার সাহিত্যের পড়ায় এমন মনোবিজ্ঞান কাজে লাগানোর জায়গা নেই, নেই কোনো মানুষ ও। বলপূর্বক লিখি? হয়ত তাই। রাত বাড়লে চেপে ধরে বিষন্নতা। তা কিকরে নামিয়ে রাখি, মোটা উপন্যাসের বই এর মতো? বদলে কি তুলি? পাহাড় সমান শব্দ জমায়, লেখার আশায়। রাত ফুরোলেই বিষন্নতার সাগরে হারিয়ে যায় শব্দেরা। কিকরে পাই? মোটা উপন্যাসের বইটা যে বড্ড অনুভূতি প্রবন।

~HAWAII~Where stories live. Discover now