প্রকৃতিহীন প্রেম

3 1 0
                                    

ভাবো! অস্তাচলের শেষে

কোনো এক নির্জন পথে হেঁটে যাওয়া!
হাতের মুঠোয় তোমার হাত, আর
সেই এক পলকা হাওয়া।
ঢেউ এর সাথে তাল মিলিয়ে,
এগিয়ে যাওয়া পায়ে পায়ে!
তুমি বলবে "বৃষ্টি!"
নাহ, বৃষ্টি আমার পছন্দ না।
আমি জানি, আমি নিরস-
তবে শুষ্ক ভাবনা নয় আমার।
লিখতে পারি এক পৃথিবী সমান প্রেম।
এক পৃথিবী প্রেমে হয়ত,
আমায় তুমি পাবে না খুঁজে।
কিন্তু আমি তোমায় খুঁজে পাই,
প্রকৃতিরই এক বিকেল বেলার ফ্রেমে।
শরতের বিকেলে রৌদ্রের সাথে লুকোচুরি,
তার উষ্নতা মাখতে আমরাও তো পারি!
জানি তুমি অন্য কিছু ভাবো, অন্য ভাবে ভাবো-
কিন্তু আমি যে ভীষন অন্তর্মুখী!
তাহলে তুমিই বলো,
এ প্রকৃতি ছাড়া প্রেম কিকরে প্রকাশ করি?

~HAWAII~Where stories live. Discover now