Mission Ultramarine

4 1 0
                                        

"তোমাদের কাজ কতদূর? আর কিন্তু বেশিদিন সময় নেই হাতে।" মিষ্টার হেরিক এর কথা শুনে চার জনের গ্রুপ উত্তর দিল "অলমষ্ট ডান স্যার"। মিষ্টার হেরিক তাদের বাহবা দিয়ে এগিয়ে এলেন কাজ দেখতে। সব কিছু দেখে নিয়ে চলে যাওয়ার সময় একজন জিজ্ঞেস করে " স্যার একটা কথা জানার ছিল, আমাদের মিশন্ টা আসলে কোথায়?" হেরিক একটু ভেবে নিয়ে বললেন "সেটা আমরা শেষে গিয়ে জানলেই ভালো"। গ্রুপের অন্য একজন বলে "হয়ত সেটা আমাদের কাজে সাহায্য করতে পারত।" হেরিক তাদের উদ্দেশ্য বলেন "তোমাদের যতটা ডকিউমেন্ট দেওয়া হয়েছে, সেটা মোর দ্যান এনাফ, সেই অনুযায়ী কাজ করো। আর কোনো সমস্যা হলে আমায় জানাবে।" মিষ্টার হেরিক চলে যাওয়ার পর চারজন নিজেদের মুখ চাওয়া চাওয়ি করতে লাগল। তাদের এই মুহূর্তে মিশন ছেড়ে বেরোনো যাবে না, কিন্তু কোথায় মিশন হচ্ছে তা না জানলেও সবার মধ্যে ভয় এর উদ্রেক হচ্ছে। মিষ্টার হেরিক তাদের লিডার, সেই এই পুরো মিশনটা তিনি নিজে হাতে সাজিয়েছেন, আর তার সিনিয়র ডকিউমেন্ট দিয়েছেন। অর্থাৎ গ্রুপের হাতে শুধু কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। বাধ্য হয়েই তারা কাজে মন দিল।

মিষ্টার হেরিক হচ্ছেন প্রফেশর, আর তাঁর চার জনের এই গ্রুপ বিভিন্ন গ্রহে গিয়ে তাদের বিভিন্ন প্রানী, উদ্ভিদ এসব নিজেদের গ্রহে নিয়ে এসে তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর সেই পরীক্ষা থেকে নির্ধারিত হয় সেই গ্রহের তাপমাত্রা, প্রকৃতি, প্রাকৃতিক দুর্যোগ কেমন। মিষ্টার হেরিকের দুজন সিনিয়র আছেন। তাদের সাথে মিটিং করে মিশন ঠিক হয়, তারপর কিছু ডকিউমেন্ট এই গ্রুপ কে দেওয়া হয়, আর এরা নিজেদের মতো কাজ করে আরও তথ্য জোগাড় করে সেখানে যাওয়ার জন্য তৈরী হয়। সবাই জানে যে একটা মিশন মানেই পাঁচ বছর। আর প্রতিবারই তাদের জানিয়ে দেওয়া হয় যে তারা কোন গ্রহে যেতে চলেছে। কিন্তু এবারের সবটা একটু অন্য। তাদের এখনো বলা হয়নি যে তারা কোন গ্রহে যাবে, আর এই মিশনের সময় সীমা তিন বছর। মিষ্টার হেরিক বা তার দুই সিনিওর মিষ্টার জোন্স এবং মিষ্টার ফ্রেড ও তাদের এই বিষয়ে কিছু জানায়নি। তাদের শুধু পাতার পর পাতা ডকিউমেন্ট দেওয়া হয়েছে। এটা ঠিকই যে তাদের কাজের জন্য ওইসব ডকিউমেন্ট গুলোই মোর দ্যান এনাফ, কিন্তু এত বড়ো একটা মিশন হচ্ছে আর তারাই জানতেই পারবে না যে সেটা কোন গ্রহে?

~HAWAII~Where stories live. Discover now