না পাওয়া সব কিছুই সুন্দর

6 1 0
                                        

জীবনের স্রোতের সাথে ভাসতে ভাসতে কোনো এক পর্যায়ে সব পাওয়া আর না পাওয়া গুলোর হিসেব মেটাতে বসি। কেমন করে যেন সেই তালিকাটাই বড়ো হয়ে যায়, যা আমি পাইনি কখনো, কিন্তু খুব করে চেয়েছি। আর সেই তালিকাটাই ছোটো থেকে যায় যেখানে স্বল্প কিছু পেয়েই ভীষন খুশি। এই না পাওয়া একের পর এক জিনিসগুলো কখনো কোনো মানুষ, কখনো কোনো অর্ধলিখিত উপন্যাস, কখনো কোনো বস্তু বা স্বরচিত কোনো অতৃপ্ত গল্প।ছোটো ছোটো অপুর্ন চাহিদা গুলোই কেমন হৃদয় দখল করে বিরাজ করে সারাটা জীবন ধরে। এত কিছু না পাওয়ার পরেও আবার নতুন করে চাইতে ভালো লাগে। আবার এত কিছু না পাওয়ার পরেও নতুন করে চাইতে ইচ্ছেও হয়। কিন্তু সময়ের স্রোত বয়ে গেলে বোঝা যায় যে ঠিক যে জিনিস গুলো আমরা পেয়েছি, তাদেরই আর আগের মতো ভালোবাসতে পারিনা, যেমনটা পাওয়ার আগে ভালো বাসতাম। গুরুত্ব কমে গেছে তাদের। গুরুত্ব কমে যায় পেয়ে গেলে! ঠিক যেমন করে মানুষ তার মনের মানুষ হারায়! অথচ তাকে পাওয়ার জন্যই সে কখনো মাথা কুটেছিল বারংবার।বরং কিছু জিনিস না পাওয়াই থাক। তারাই সুন্দর হয়ে থেকে যায় জন্ম যুগ ধরে। পেয়ে গেলে যে তাদের ও গুরুত্ব কমে যাবে! তাদের ও ঠিক আগের মতো আর ভালোবাসা হবে না! থেকে যাক কিছু অপূর্ন স্বপ্ন, থেকে যাক কিছু অর্ধলিখিত উপন্যাস, থেকে যাক কিছু অসমাপ্ত প্রেম আর প্রিয় বন্ধু। নিজের লেখা গল্প আর কবিতাটাও থাক অতৃপ্ত। ক্ষতি কি তাতে? এতেই যে তার গুরুত্ব বাড়বে, ভালোবাসা বাড়বে। না পাওয়া সব কিছুই সুন্দর। ভীষন ভাবে সুন্দর!

~HAWAII~Where stories live. Discover now