কাব্য তরী

3 1 0
                                    

আমার এক চিলতে কাঠের তরী,

নিয়ে এসেছি বহু দূরে;

কাব্য বোঝায় করে।

কেমন পলকা তালে চলতে চলতে,

টান দিচ্ছে নীচে।

নদীর দুঃখ টানার শখ!

কে যেন ডেকে বলে "ডুবে যাচ্ছে!"

"তাই? এত ভার আমার কাব্যের?

দুঃখ বুঝি এতই ভারি, তিস্তা?

তোমার পাহাড়ের চেয়েও?"

আমার তরী কোথায় জানি ভেসে গেল,

আমায় ছাড়া!

"কি ছিল ওতে?"

"আমার দুঃখ বোঝায় কাব্য।"

সে বলে "আর খুঁজো না",

দুঃখ গুলো চলে যাক,

মন পাহাড়ের তিস্তায়।

ভাসুক নিজের ছন্দে।

~HAWAII~Where stories live. Discover now