writer : syeda raisha abedin ohonapart -2
(বলেই রাফি আর আবির আবিরের গাড়িতে উঠে বসলো। আর অহনা আর ওর ফ্রেন্ডরাও গিয়ে গাড়িতে বসে)
অহনা - বাই দা ওয়ে আমারা যাব কই?
সুপ্তি - আমি ডিরেক্সন বলতেসি ওই অনুযায়ি চল।
অহনা- তাহলে সুপু তুই আমার সাথে সামনে বস।
সুপ্তি - তোর সাথে সামনে বসলে তুই ড্রাইভ করবি কিভাবে?
অহনা - হায়রে বলদ সামনে বসতে বলসি আমার কোলে বসতে বলি নাই ইডিয়েট,,,, তুই আমার সাথে সামনে ড্রাইভিং সিটের পাশে বসবি,,,, এখন বুজলি?
সুপ্তি - হুম।
অহনা - গুড।
সুপ্তি - আচ্ছা আমাকে সামনে বসাইছিস কি মারার জন্য নাকি?
অহনা - বেশি বুঝলে না এখনি রানিং কার দিয়ে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিব,,,,, সো চুপ থাক,,,, ( ড্রাইভিং করতে করতে)
সুপ্তি - দেখছিস আমি বলসিলাম না যে আজকে ও আমাদের মারবে ( ন্যাকা কান্না করে)
আজমেরি - এই সুপ্তি চুপ থাক নাইলে অহনার আগে আমরাই তোকে ধাক্কা দিয়ে ফালিয়ে দিব।
সুপ্তি - আআআআআআআআআআআআআ
অহনা - ওই চুপ ( ধমক দিয়ে)
সুপ্তি - আচ্ছা একটা কথা বলি?
অহনা - আমি না বললেও কি চুপ থাকবি নাকি,,,, সো বল কান খোলা আছে শুনতেছি।
সুপ্তি - তুই কিন্তু ভালই ড্রাইভ করিস।
অহনা - আব আয়া না উঠ পাহারকে নিচে ,,,,,, এতক্ষনে সত্যি কথা বললি।
সুপ্তি - আচ্ছা আজকে তোর কি হইছে বল তো এইরকম সাইলেন্ট মুডে কেন?
অহনা - সাইলেন্ট কারন তোর সারপ্রাইজ দাওয়ার পর তুই সাইলেন্ট হয়ে যাবি তখন আমি বক বক করব,,,, কয ইউ নো না আমি কথা কম বলে থাকতে পারি না আমার দম বন্ধ হয়ে আসে অনেক কষ্টে চুপ আছি থাকতে দে তো ,,,,, আর শান্তি মত ড্রাইভ করতে দে।
সুপ্তি - আচ্ছা তোকে কে বলল যে সারপ্রাইজ এর পর আমি চুপ থাকব?