#diary#47

71 1 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 47

(এসব কথা নিজে নিজেই একা বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে হাতের এংগেজমেন্টের রিংয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে এসে ঘুমিয়ে পরে,,,,,,এদিকে পরেরদিন অহনা অফিসে গেলে অহনার ফোনে একটা কল আসে,,,,, আর অহনা কাজ করার মাঝেই ফোনটা রিসিভ করে,,,,,,)

অহনা - হ্যালো!

সুপ্তি - দোস্ত,,,,,তুই তোর অফিসের কাছেই যেই ক্যাফেটা আছে এইখানে আয়,,,,,

অহনা - হটাৎ ওইখানে কেন?

সুপ্তি - আরে আয় না কথা আছে কিছু,,,,,,

অহনা - আচ্ছা আসতেছি,,,, কিন্তু এটা কার নাম্বার দিয়ে কল দিলি?

সুপ্তি - আমার নাম্বার,,,,

অহনা - তোর নাম্বার মানে?

সুপ্তি - আরে ভাই নতুন সিমকার্ড নিয়েছি তাই,,,,,

অহনা - হটাৎ!

সুপ্তি - সব কথা পরে বলবো আগে তুই এইখানে আয়,,,,

অহনা - আচ্ছা আমি আসতেছি,,,,,,

(অহনা ফোনটি কেটেই সেই ক্যাফে শপে যায়,,,,,ওইখানে গিয়ে অহনা যেন রীতিমত অবাক হয় কারন ওইখানে আবির, রাফিসহ সবাই ছিলো,,,,, এরপর অহনা গিয়ে সেখানে সবার সাথে বসে)

অহনা - এখন বল এতো কি ইম্পর্টেন্ট কথা ছিলো যে এইখানে ডেকে আনলি,,,,,,

সুপ্তি - আসলে একটা ডিসিশন নাওয়া হয়েছে,,,,,

অহনা - কিসের ডিসিশন?

সুপ্তি - এটাই যে তোর বিয়ের জন্য আলাদা রিসোর্ট ঠিক করা হয়েছে আর সেখানেই সব ফাংশন একসাথে হবে,,,,,

অহনা - কিইই?

ঊর্মি - জ্বী,,,,

অহনা - তো হটাৎ এই ডিসিশন কে নিলো,,,?

সুপ্তি - কে আবার তোমার আম্মিজান আর আবিরের ফ্যামিলি সবাই এটাই ডিসাইড করেছে,,,,

অহনা - ওওও,,,বাই দা ওয়ে সেখানে আবার যাবে কবে?

সুপ্তি - কবে মানে? কালকে,,,,

অহনা - কালকে!

ঊর্মি - জ্বী,,,,

অহনা - ওওও,,,আর মিউ তুই কথা না বলে শুধু জ্বী জ্বী করতেছিস কেন?

ডায়রি Where stories live. Discover now