#diary#21

59 2 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 21

(বলেই আবির অহনাদের বাসায় আবার আসে,,,,,এদিকে অহনা জেনারেল ইমতিয়াজকে বিদায় দিয়ে বাসায় আসতেই সবাই যেন অহনার দিকে তাকিয়ে ছিল,,,,,,,,,,,,এদিকে আজমেরি আর ঊর্মিও চুপচাপ বসে ছিল আর অহনাকে দেখে ওরাও করুন দৃষ্টিতে তাকিয়ে ছিলো,,,,,,,)

অহনা - আরে কি বেপার সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? ওহ আচ্ছা বুঝেছি তোমারা কেওউই কিছুই বুঝতেছ না তাইনা কি হচ্ছে এসব?

সুপ্তি - অবশ্যই,,,,,

অহনা - বলতেছি আগে আমাকে আগে শান্তিতে বসতে দে তারপর বলতেছি,,,,,

(তারপর অহনা সব বলতে থাকে)

অহনা - শুনো,,,আমি আর্মিতে জব করি আমি মেজর অহনা,,,,, আমিইইই চেয়েছিলাম যেন এটা কেও না জানুক শুধু আমাদের পরিবার ছাড়া আম্মু আব্বুও জানত আমিইই তাদের নিষেধ করেছিলাম বলতে আমি চেয়েছিলাম যে আমার প্রমশন হলে সবাইকে জানাবো কিন্তু যেদিন প্রমশন হয় ওইদিনই চেয়েছিলাম সবাইকে বলবো কিন্তু ওইদিনই বিকালে হেড কোয়ার্টারে জেনারেল ইমতিয়াজ স্যার ডেকে জানায় যে আমাদের দেশের সাথে সাউথ আফ্রিকায় একটা শান্তি চুক্তি করে,,,, আর ওই চুক্তির মেইন ডকুমেন্ট চুরি হয়ে যায় কারন আমাদের আর্মির মধ্যেই কয়েকজন এই চুক্তির বিপক্ষে ছিলো আর এই চুক্তি যেন না হতে পারে তাই তারা অনেক অসুদপায় অবলম্বন করে আর ওইটা আমি ধরে ফেলি যার জন্য ওই সকল আর্মি অফিসারদের বের করে দাওয়া হয় ওইখানের সব আর্মি অফিসারদেরই আমি দেখেছি শুধু ওদের যে মেইন মাস্টারমাইন ছিল তাকে দেখতে পারি নি কিন্তু শুনেছি যে তাকেও নাকি বের করে দিয়েছে আর এইসকল এক্স আর্মি অফিসাররাই চেষ্টায় আছে যে এই চুক্তি যেন না হয়,,,,,,তারাই এই চুক্তির ফাইল চুরি করে আর তাদের কিছু লোক এখনও আর্ম হেড কোয়ার্টারে আছে কিন্তু কোন প্রুভ পাচ্ছিনা বলে তাদেরকে আর্ম থেকে বেরও করতে পারতেছে না তাই আজকে জেনারেল ইমতিয়াজ আমাদের এই বাসায় আসছে,,, আর কয়দিন আগে আমি সিলেটে গিয়েছিলাম না এই ফাইল আনতেই গিয়েছিলাম আব্বুর অফিসের কাজের জন্য না,,,,,,,,,,, আর আবির আপনার মনে আছে যে আপনার উপর শ্যুট করেছিলো যে সেটা বাসার কোন গার্ডদের হাত থেকে মিসটেকেনলি গুলি ছিল না ওই এক্স আর্মি অফিসারদের কাজ ছিল আর গতকাল যা হল তার পিছনেও ওই লোকেরাই ছিল,,,,,,,,,

ডায়রি Where stories live. Discover now