#diary#28

36 0 0
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 28

( তারপর অহনাও ঘুমিয়ে পরে,,,,,,,এদিকে অহনা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে একদিন সকালে সবাই বসে কথা বলতেছিলো)

সুপ্তি - দোস্ত তোর সুস্থতা উপলক্ষে একটা ট্রিট তো আমরা পাইতেই পারি তাইনা,,,,,,,

অহনা - তুই কি মানুষ নাকি এলিয়েন রে? কথায় কথায় ট্রিট,,,,,,, যেভাবে বলতেছিস মনে হয় আমি একশ বছর পর কোমা দিয়ে ফিরেছি,,,,,

আজমেরি - একটা থাপ্পড় খাবি অশুভ কথা বলিস,,,,,

আবির - শুধু বল্লে কেন? একটা লাগিয়ে দিতে থাপ্পড় তাহলে বেশি ভাল হতো,,,,,,

অহনা - আবির এখন আপনিও ওদের মত কথা বলা শুরু করলেন,,,,, হুহ কেউই ভালো না তোরা হুহ,,,,,,,,

ঊর্মি - উচিত কথা পাগলেরও ভালো লাগে না কয মানুষ নিজের দিকটা ভালোই বুঝে আর তুই তো ভালো মানুষ পাগল ছাগল না,,,,,,,,

অহনা - আচ্ছা যা দিমু ট্রিট,,,,,, ওকে,,,,,,

সুপ্তি - সত্যিই দিবি?

অহনা - হুম আর পার্টি দিবো কজ বাসায় এখন টিনুর বিয়ের প্রস্তুতি চলতেছে সো,,,,,,

সুপ্তি - সো বিগ পার্টি থ্রো করবি তাই তো?

অহনা - জ্বী,,,,,

সুপ্তি - দোস্ত তুমি সত্যিই অনেক ভালা,,,,, ( অহনাকে জরিয়ে ধরে)

অহনা - হইসে হইসে যা আর পাম মারিস না,,,,,,

সুপ্তি - যাহ মন দিয়ে কিছু বললেও বলিস পাম,,,,,,,,

অহনা - হাহাহাহাহাহা,,,,,,

(এদিকে অহনা বাসায় পার্টির আয়োজন করতে তিন্নিকে বলে দেয় আর অহনা ছাদে এসে ড্রয়িং স্ট্যান্ডে স্কেচ ড্র করতে থাকে আর আপেলের জুস খেতে থাকে,,,,,, আর তখন আবির ছাদে আসলে অহনাকে ড্র করতে দেখলে এসে অহনার পাশে এসে বসে,,,,,,)

আবির - আচ্ছা অহনা তোমার আর কি কি সুপ্ত প্রতিভা আছে? যা আমি জানি না,,,,,,

অহনা - মানে? (ড্র করতে করতে)

আবির - এইযে,,,,, ড্র আবার মনের কথা বুঝো,,,আবার এত ভালো নিশানা তোমার শ্যুটে,,,,,,

ডায়রি Where stories live. Discover now