Writer : syeda raisha abedin ohonaPart - 22
(রাফি আর ভাবি একসাথে হাত মিলায় অহনা আর আবিরকে মিলানোর জন্য,,,,,,,,,,,,এদিকে আবির রাফি আর তার ভাবি আয়াতের কথায় বিরক্ত হয়ে বাহিরে যেতে নিলেই আবিরের ফোনে অহনার মেসেজ আসে,,,,,, অহনা মেসেজে আবিরকে লিখে যে ছাদে দেখা করতে আর সাথে রাফিকেও নিয়ে আসতে,,,,,,,,,,এদিকে আবির রাফিকে নিয়ে ছাদে গেলে দেখে যে অহনা, আজমেরি, সুপ্তি, টিনা আর ঊর্মিও এসেছে,,,,,,,,)
আবির - তো বলেন মেজর এতো জরুরি তলব কেন?
(একরাশ বিরক্ত নিয়ে আবিরের দিকে তাকায়)
অহনা - হোয়াট ইজ দিস? দিলেন তো ভালো মুডটা খারাপ করে,,,,,
আবির - কেন কি করলাম?
অহনা - মেজর বললেন কেন?
আবির - তো মেজরকে মেজর বলবো না?
অহনা - না,,,,,,আমি চাই না আপনি আমাকে মেজর বলেন,,,,,,
আবির - কেন?
অহনা - দেখেন এত দিন নিজের আইডেন্টিফাই লুকিয়েছিলাম মানি কিন্তু এখন সব জানার পর এমন ফরমালিটিস দেখিয়ে মেজর বলবেন দ্যাটস আই ডোন্ট লাইক,,,,, আর আপনি না আমাকে বললেন ফ্রেন্ডশিপে নো ফরমালিটিস,,,, তাহলে এখন কিসের ফরমালিটিস দেখাচ্ছেন? ,,,,,,, আর লিসেন আমি অফিসিয়াল ইউনিফর্মে হই বা না হই আপনি ওলয়েজ আমাকে অহনা বলে ডাকবেন এতদিন যেমন ডাকছিলেন এসব মেজর টেজর বলবেন না,,,,,,, মনে থাকবে?
আবির - হুম,,,,
অহনা - গুড,,,,,
আবির - বাই দা ওয়ে কেন ডাকলা?
অহনা - ওহ,,, ডাকলাম এইজন্যই যে তখন রাফি ছিলো না তাই তাকে সব বলার জন্য,,,,,
রাফি - আবির সব বলেছে আমি জানি,,,,,
অহনা - ওহ তাহলে তো ভালই,,,,,,,,
রাফি - হুম,,,,, কিন্তু আমি সত্যিই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যখন আবিরের কাছ থেকে এসব শুনলাম তখন,,,,,
অহনা - হাহাহা,,,,,বাই দা ওয়ে এখন থেকে সবাই কিন্তু কেয়ারফুল থাকবেন নাহলে গতরাতের মত অবস্থা হতে পারে যদিও আর হবে না বলে আশা করা যায়,,,,,, তারপরও সতর্ক থাকবেন,,,,,,,