#diary#5

109 4 1
                                    


Writer : syeda raisha abedin ohona

Part - 5

(আবির আর অহনা কফিতে চুমুক দিতে থাকে,,,, অহনাকে চুপ থাকতে দেখে আবার আবির কথা বলা শুরু করে)

আবির - আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?

অহনা - ইয়া সিউর,,,

আবির - তুমি আমাকে ফেসবুকে রিকুয়েস্ট দিয়েছিলা কেন?

( আবিরের কথা শুনে অহনা আবিরের দিকে তাকায়)

অহনা - এমনি দিয়েছি,,,, কেন কোন মেয়েকি কোন ছেলেকে ফেসবুকে রিকুয়েস্ট দিতে পারে না নাকি?

অবির - না অবশ্যই পারে,,,,,

অহনা - আপনি কি ভেবেছিলেন যে একটা মেয়ে একটা ছেলেকে এফবিতে রিকুয়েস্ট দিয়েছে নিশ্চয়ই মেয়েটা খারাপ তাইনা?

(আবির অহনার কথা শুনে কিছুটা হকচকিয়ে যায়)

আবির - আ....আরে না এমন কিছুই না।

অহনা - তাই?!

আবির - হুম তাই,,,,

( অহনা কফি খাওয়ার সময় একটি মুচকি হাসি দেয় কিন্তু হাসিটি আবিরের চোখ এরায় নি)

আবির - এই রহস্যজনক হাসির কারন কি?

অহনা - কিইই?! রহস্যজনক হাসি কি আবার?

আবির - এইযে এখন যেই হাসিটা দিলে ওইটা।

অহনা - এটা কোন রহস্যজনক হাসি না এটা এমনি হাসি আসল তাই দিলাম।

আবির - আমি কখনও কাউকে এমনি হাসতে দেখি নি,,,

অহনা- যাদের মন ভাল থাকে তাদের হাসার জন্য রিজন লাগে না,,,, বুঝলেন?

আবির - হুম বুজলাম,,,, তো মন ভাল থাকার রিজন কি?

অহনা - আমার মন শুধু আজকে না সবসময়ই ভাল থাকে বুজলেন?

আবির - হুম ,,,,, আচ্ছা তুমি আমাকে একবার বলেছিলে যে তুমি নাকি বেশি কথা বল কিন্তু তোমাকে তো বেশি কথা বলতেই দেখলাম না।

অহনা - হাহাহাহাহা কারন আমি এমন কারও সাথেই বেশি কথা বলি না যারা নিজেরাই চুপ থাকে আর যাদের চিনিনা ,,,,,

আবির - কিন্তু তুমি তো আমাকে আগে থেকেই চিনো যদিও ফেসবুক বাট চিনো তো তাইনা? সো আমার সাথে এত ফরমালিটির প্রয়োজন নেই তুমি আমার সাথে ফ্রিলিকথা বলতে পার।

ডায়রি Where stories live. Discover now