Writer : syeda raisha abedin ohonaPart - 5
(আবির আর অহনা কফিতে চুমুক দিতে থাকে,,,, অহনাকে চুপ থাকতে দেখে আবার আবির কথা বলা শুরু করে)
আবির - আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি?
অহনা - ইয়া সিউর,,,
আবির - তুমি আমাকে ফেসবুকে রিকুয়েস্ট দিয়েছিলা কেন?
( আবিরের কথা শুনে অহনা আবিরের দিকে তাকায়)
অহনা - এমনি দিয়েছি,,,, কেন কোন মেয়েকি কোন ছেলেকে ফেসবুকে রিকুয়েস্ট দিতে পারে না নাকি?
অবির - না অবশ্যই পারে,,,,,
অহনা - আপনি কি ভেবেছিলেন যে একটা মেয়ে একটা ছেলেকে এফবিতে রিকুয়েস্ট দিয়েছে নিশ্চয়ই মেয়েটা খারাপ তাইনা?
(আবির অহনার কথা শুনে কিছুটা হকচকিয়ে যায়)
আবির - আ....আরে না এমন কিছুই না।
অহনা - তাই?!
আবির - হুম তাই,,,,
( অহনা কফি খাওয়ার সময় একটি মুচকি হাসি দেয় কিন্তু হাসিটি আবিরের চোখ এরায় নি)
আবির - এই রহস্যজনক হাসির কারন কি?
অহনা - কিইই?! রহস্যজনক হাসি কি আবার?
আবির - এইযে এখন যেই হাসিটা দিলে ওইটা।
অহনা - এটা কোন রহস্যজনক হাসি না এটা এমনি হাসি আসল তাই দিলাম।
আবির - আমি কখনও কাউকে এমনি হাসতে দেখি নি,,,
অহনা- যাদের মন ভাল থাকে তাদের হাসার জন্য রিজন লাগে না,,,, বুঝলেন?
আবির - হুম বুজলাম,,,, তো মন ভাল থাকার রিজন কি?
অহনা - আমার মন শুধু আজকে না সবসময়ই ভাল থাকে বুজলেন?
আবির - হুম ,,,,, আচ্ছা তুমি আমাকে একবার বলেছিলে যে তুমি নাকি বেশি কথা বল কিন্তু তোমাকে তো বেশি কথা বলতেই দেখলাম না।
অহনা - হাহাহাহাহা কারন আমি এমন কারও সাথেই বেশি কথা বলি না যারা নিজেরাই চুপ থাকে আর যাদের চিনিনা ,,,,,
আবির - কিন্তু তুমি তো আমাকে আগে থেকেই চিনো যদিও ফেসবুক বাট চিনো তো তাইনা? সো আমার সাথে এত ফরমালিটির প্রয়োজন নেই তুমি আমার সাথে ফ্রিলিকথা বলতে পার।