#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 75
(এদিকে অহনা তার রুমে পাইচারি করতে থাকে আর আবিরদের বাসায় যাওয়ার কথা ভাবতে থাকে,,,, তারপর অহনা নিজের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে রুমের সব লাইট অফ করে অহনার রুমের বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে পরিস্কার আকাশের পূর্ণিমার চাদেঁর দিকে তাকিয়ে থাকে,,,,,,,,,এদিকে পরেরদিন সকাল সকাল সবাই ঢাকায় যাওয়ার জন্য তৈরি হয়ে যায়,,,,,এদিকে অহনার অফিসের কিছু কাজ পড়ে যায় বলে অহনা আবিরের আম্মুকে বলে যে)
অহনা - আম্মু আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে,,,,, আপনারা রওনা দিয়ে দিয়েন,,,,, আমি কাজটা শেষ করেই চলে আসবো আপনাদের আমার জন্য ওয়েট করা লাগবো না আমি কাজ শেষ করেই চলে আসবো নে,,,,,,
আবিরের আম্মু - কিন্তু আবিরও সকাল সকাল অফিসের কিছু কাজ শেষ করতে গেল,,,, তাহলে এক কাজ করো তোমরা দুইজন একসাথেই চলে এসো,,,,,,
(আবিরের আম্মুর এই কথা শুনে অহনা কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে)
অহনা - অফিসে গিয়েছে মানে!
আয়াত - হ্যাঁ আবিরের কিছু কাজ ছিলো সেটা শেষ করে আসতে গিয়েছে,,,, চলে আসবে,,,, তাহলে তুমি আর আবির একসাথে চলে এসো কেমন,,,,
(অহনা আর কারো কথার কোন উত্তর না দিয়ে ঠোঁটের কোনে এক চিলতে মিথ্যা হাসি দেয়)
অহনা - আচ্ছা আপনারা সাবধানে যাবেন,,,,, আমি গার্ডসদের বলে দিচ্ছি আপনাদের খেয়াল রাখতে,,,,, আমি তাহলে হেড কোয়ার্টার যাচ্ছি কাজ শেষ করেই রওনা দিব কেমন,,,
আবিরের আম্মু - ঠিক আছে,,,,
(এরপর অহনা গাড়ি নিয়ে হেড কোয়ার্টার যাওয়ার জন্য বেরিয়ে পড়ে,,,, এদিকে অহনা হেড কোয়ার্টার চলে গেলে আবিরের আম্মু আবিরকে কল দেয়)
আবির - হ্যাঁ আম্মু বলো,,,
আবিরের আম্মু - শুন আমরা সবাই এখন ঢাকার জন্য রওনা দিচ্ছি,,,, তুই অহনাকে নিয়ে চলে আসিস,,,,,
আবির - মানে কি? অহনা তোমাদের সাথে যাচ্ছে না?
আবিরের আম্মু - না অহনা কিছু কাজ করতে হেড কোয়ার্টার গিয়েছে,,,,, বললো কাজ শেষ করে রওনা দিবে আমিও বলে দিয়েছি যে তুইও অফিসে গিয়েছিস তাই তোরা দুইজন একসাথে যেন আসিস,,,,