#diary
Writer : syeda raisha abedin ohonaPart - 56
( বলেই অহনা তারাতারি হেড কোয়ার্টারে যাওয়ার জন্য বেরিয়ে পরে,,,,,,, হেডকোয়ার্টারে এসে অহনা সরাসরি জেনারেল ইমতিয়াজের রুমে চলে যায়,,,,,,,)
জেনারেল ইমতিয়াজ - অহনা চলে এসেছো?
(পিছনে ঘুরে একটা ফাইল দেখছিলো আর অহনা আসার পর পিছনে না তাকিয়েই অহনার সাথে কথা বলা শুরু করেন)
অহনা - স্যার অফিসার জাকির এগুলো কি বলল?
জেনারেল ইমতিয়াজ - অফিসার জাকির যা বলেছে ঠিকই বলেছে,,, তুমি ঠিকই শুনেছো,,,, সাহিল হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে,,,
(হাতের ফাইলটি টেবিলে রেখে অহনার দিকে তাকিয়ে)
অহনা - কিন্তু স্যার এত নিরাপত্তা মাঝখানে সাহিল পালালো কি করে?
জেনারেল ইমতিয়াজ - সেটা তো আমিও বুঝতে পারছি না,,,,( কিছুটা চিন্তিত হয়ে)
অহনা - স্যার আপনি বুঝতে পারছেন না আমাদের প্রজেক্ট এর জন্য সাহিলের এভাবে পালিয়ে যাওয়া কতটা বিপদ ডেকে আনতে পারে,,,,,,, লাস্ট টাইম অনেক কষ্ট করে সাহিলকে আটকানো হয়েছিল এমনকি আপনার পারমিশন নিয়ে সাইল কে শ্যুট করার সিদ্ধান্ত নিয়েছিলাম ,,,, এমনকি সাহিলকে অলরেডি শ্যুটও করে ফেলেছিলাম কিন্তু তখন আপনি এসে বললেন যে সাহিলকে শ্যুট করা যাবে না,,, তখন কোনো উপায় না পেয়ে সাহিলকে বাঁচিয়ে রাখার জন্য আমরা তাকে হসপিটালে অ্যাডমিট করাই আর অনেক আর্ম অফিসার দিয়ে সর্বক্ষন নজর রাখার ব্যবস্থা করাই,,,,, আর সে কিনা হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে যেটা এই প্রজেক্ট সাইনের সময় বড় ঝামেলা করতে পারে,,,,,
জেনারেল ইমতিয়াজ - আমি জানি অহনা,,,,, তাই এই খবরটি আমি অন্য কাউকে না বলে আগে তোমাকে জানানোর প্রয়োজন মনে করেছি আমি খুব ভাল করেই জানি এই প্রোজেক্টের জন্য সাহিল কে খুঁজে বের করতে তুমি কতটা কষ্ট করেছ আর এতো কষ্ট আর রিস্ক নিয়ে সাহিলকে খুঁজে বের করার পর সাহিলের এভাবে পালিয়ে যাওয়ায় তোমার কেমন লাগছে আমি খুব ভালো ভাবেই বুঝতে পারছি তবে তুমি চিন্তা করো না আমি সাহিলকে খুঁজে বের করার জন্য অলরেডি লোক লাগিয়ে ফেলেছি