#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 63
(এরপর ফোনটি বেড টেবিলের পাশে রেখে অহনাও ঘুমিয়ে পড়ে,,,,,,,পরের দিন সকালে ঘুম থেকে উঠার পরেই অহনার কেমন যেন এক অস্বস্তি লাগতে থাকে,,,,, কেন জানি অহনার মনে হতে থাকে যে আজ হয়তো কিছু ভালো হবে না,,,,, মনে এক অজানা ভয় কাজ করতে থাকে,,,,,,,এদিকে অহনা খেয়াল করে যে পাশে আবির নেই,,,,, আর তখনি রুমে আবির আসে আর আবির অহনাকে দেখে বলে)
আবির - গুড মর্নিং,,,,
অহনা - গুড মর্নিং,,,,,
আবির - ঘুম দিয়ে উঠেও এতো কি ভাবো হ্যাঁ?
(আবির অফিসে যাওয়ার জন্য রেডি হতে হতে কথাটি বলে)
অহনা - আসলে কেমন যেন অস্বস্তি লাগছিলো,,,,
আবির - অস্বস্তি লাগছিলো মানে! শরীর খারাপ নাকি? (কিছুটা চিন্তিত হয়ে অহনার দিকে তাকায়)
অহনা - না অসুস্থ না,,,, মানে কেমন যেন ভয় ভয় লাগছে,,,, মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে আজকে,,,,
(অহনার কথায় আবির এসে অহনার একদম কাছে এসে বসে)
আবির - এমন কিছু হবে না ওকে,,, এসব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নাও,,,,
অহনা - হুম,,,,
(বলেই আবির আবার গিয়ে আয়নার সামনে দারিয়ে টাই বাধতে থাকে আর অহনা আবিরের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে,,,,,, আর আবিরও আয়নায় খেয়াল করে যে অহনা তার দিকে তাকিয়ে আছে,,,, তখন হটাৎ করে আবির কিছু একটা ভেবে অহনাকে ডাক দেয়)
আবির - অহনা!
(আবিরের ডাকে অহনার হুশ হয়)
অহনা - জ্বি!
আবির - একটু এদিকে আসো তো,,,,,
অহনা - হুম,,,,,
(তারপর অহনা বিছানা দিয়ে নেমে আবিরের কাছে যায়)
আবির - একটা হেল্প করবে?
অহনা - কি হেল্প?
(আবির তার হাতের টাইটি অহনা হাতে দেয় আর আবিরের এমন কাজে অহনা আবিরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়)
আবির - টাইটা বেধে দিবে!
(আবিরের এমন কথায় অহনা ফিক করে হেসে দেয় আর বলে)