#diary
Writer : syeda raisha abedin ohona
Part - 81
(আর ফোনের অপর পাশে লোকটি হাসতে থাকে,,,,,কারন ফোনে আর অন্য কেউ না সাহিল ছিলো)
সাহিল - আরে বাহ স্যার আপনি দেখি আজও আমার গলার ভয়েজ ভুলে যান নি,,, যাই হোক যেটা বলতে ফোন করেছিলাম,,,, আপনার এই অফিসার মেজর অহনা এতো বারাবারি কেন করে? কে বলেছিলো তাকে আজ আমার বাসায় আসতে,,, ভালো যে সময়মতো বাসা ছেড়ে দিয়েছিলাম,,,,, যাই হোক আশা করি আপনি খবর পেয়ে গিয়েছেন,,,, আপনার মেজর অহনা আমার কাছে,,,, সেন্সলেস হয়ে পড়ে আছে,,,,, এখনও সময় আছে প্রজেক্ট হ্যান্ডওভার কেন্সেল করুন নাহলে আজ আপনার এই অফিসার আর বেচে থাকবে না,,,,,,
(বলেই সাহিল ফোন কেটে দেয়,,,, এদিকে ফোন কাটার পর সাহিল দেখে যে অহনার সেন্স ফিরে এসেছে,, আর অহনার সেন্স ফিরতেই অহনার মাথায় কিছু ব্যাথা অনুভব করে আর চোখ ভালোকরে মেলতেই অহনা দেখে যে সে চেয়ারের সাথে বাধা আর সাহিল এবং ফারিয়াল তার সামনে,,,,,, সাহিল আর ফারিয়ালকে দেখে অহনার আর বুঝতে বাকি থাকে না যে তার এই অবস্থা কেন,,,,,, এদিকে সাহিল অহনাকে দেখেই বলে)
সাহিল - অনেক ভালো প্লান করেছিলে আমাকে ধরার,,,, কিন্তু আমি তো ধরা দিলাম না উল্টো তুমিইই আমার শিকারি হয়ে গেলে,,,, কে বলেছিলো আমার বাসায় যেতে,,,,, আর গিয়েছো ভালো কথা ওই গার্ডেনের সাইডে একা দাড়াতে কে বলেছিলো,,,,,,, তুমি জানো,,,, আজ যে তোমরা আসছিলে এই খবর আমাকে ফারিয়াল দেয়,, আসলে ফারিয়াল কিছু কাজে বাসার বাহিরে যায় আর ও বাসায় আসার সময় রাস্তায় তোমার গাড়ি দেখে যে আমার বাসার দিকে আসছিলো আর তখনই ও আমাকে কল করে সব জানায় যার জন্য আমি বাসা থেকে সরে গিয়েছিলাম,,,,, কিন্তু আমি বাসার পিছন সাইডেই ছিলাম যেখানে তোমারা কেউই খুজতে যাও নি,,,, আর তুমি সেই চিরকুট পরে বাসার গার্ডেনে এসে দারাও যেখানে তোমার সেই আর্মি অফিসাররা ছিলো না,,,, ভাগ্য ভালো যে গার্ডেনটা বাসার পিছন সাইডে তাই তো বাসার পিছনের দরজা দিয়ে এসেই আমি তোমার মাথায় আঘাত করি আর তুমিও সেন্সলেস হয়ে যাও,,,,, আর তোমাকে সেই পিছনের দরজা দিয়েই নিয়ে এসেছি এখানে,,,,,